Posts

Showing posts from June, 2021

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

Image
তুই কি আমার দুঃখ হবি? এই আমি এক উড়নচণ্ডী আউলা বাউল রুখো চুলে পথের ধুলো চোখের নীচে কালো ছায়া। সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি। তুই কি আমার দুঃখ হবি? তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি? মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি? তুই কি আমার খাঁ খাঁ দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাকপিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি? একটি নীলাভ এনভেলাপে পুড়ে রাখা কেমন যেন বিষাদ হবি? তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি? নরম হাতের ছোঁয়া হবি? একটুখানি কষ্ট দিবি? প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায় কথা দিয়েও না রাখা এক কথা হবি? একটুখানি কষ্ট দিবি? তুই কি একা আমার হবি? তুই কি আমার একান্ত এক দুঃখ হবি? ~ তুই কি আমার দুঃখ হবি ~ আনিসুল হক Our Another blog ↓ Megh Piyeoon

পরিবর্তন - শরিফুল ইসলাম

Image
  আমি মরে গেছি, এক এক করে সবাই ভুলে যাচ্ছে আমায়। আমার বেষ্ট ফ্রেন্ড, যাকে আমি ভাই ডাকতাম। আমার মৃত্যুর তৃতীয় দিনের মাথায়-  তোমাকে সে দিয়ে গেছে,  একগুচ্ছ কৃষ্ণচূড়া সাথে ভালোবাসার লাল গোলাপ! শোকের চাপটার ক্লোজ করে বাবা এখন নিয়মিত যাচ্ছেন কাজে। আমার মা, যিনি আমাকে না খায়িয়ে খাবার তুলতেন না মুখে। তিনিও এখন ঠিকঠাক খাচ্ছেন, ভালো মন্দ রান্না করছেন। আমার মৃত্যুতে টঙ্গের দোকানের মামার, বেচা কিনায় কোনো  পরিবর্তন আসেনি। শুধু কমেছে একজন ক্রেতার সংখ্যা। নতুন বাজেটে , গুললিফে বেড়েছে মাত্র ১ টাকা। মামার ভীষণ আফসোস,  আমি বেঁচে নেই; দিনে তার অনেক টাকার লোকসান! আমি নেই, তাতে কী? শহরে এখনো বসন্ত আসে, সোহরাওয়ার্দী উদ্যানে এখনো মেলা বসে। আমার মৃত্যুতে বন্ধ হয়নি  সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তন! আমার পরিবর্তে প্রেমিকার  বাহুতে মাথা রাখে এখন অন্য আরেকজন! শুধু পরিবর্তন এসেছে,  রাস্তার এক কুকুরের জীবনে! বাড়ির পাশের ডাস্টবিনে থাকা কুকুরটা ঘুরঘুর করে  আমার কবরের সামনে! কেউ দেয় না তাকে এক টুকরো রুটি কিনে! পরিবর্তন  ||  Shoriful Islam Our Another blog ↓...

আল্লাহকে ভালোবাসি ~ সালমান হাবীব

Image
  রা ত্রির শেষভাগে যিনি  আরশ থেকে আকাশে নেমে আসেন আজকাল মাঝরাতে আমি তার সাথে কথা বলি। আপনার কথা, আমার কথা, আপনাকে ঘিরে বেড়ে ওঠা আমার দুঃখবোধের কথা। আমি অবলীলায় বলে যাই; তাঁর সাথে আমার দূরত্বের কথা, আপনার মত করে তাঁকে ভালোবাসতে না পারার কথা। তিনি চুপচাপ শুনেন, শুনে যান। তারপর এক অদ্ভুত প্রশান্তি ঢেলে দেন অশান্ত হৃদয় জুড়ে! মডেল মসজিদ   আমি বিগলিত হই, সিজদায় নত হই, পাপড়ি ছুঁয়ে দেখে মধ্যরাতের জল। প্রতিরাতে  আরশের অধিপতি  আকাশে নেমে আসেন,  আমি তাই আকাশ ভালোবাসি। যতটা ভালো আপনাকে বাসি; তারচেয়েও বেশি আল্লাহকে ভালোবাসি। ~ শব্দের নির্মাণ  Our Another blog ↓ Megh Piyeoon

অভিমানের দিনলিপি - সালমান হাবীব

Image
আপনি আমি একই শহরে থাকি  একই আকাশে চোখ রেখে বৃষ্টি ছুঁয়ে দেখি, অথচ আমরা একে অপরকে দেখি না। আমাদের দেখা হয় না।  মেঘে মেঘে কত জলেরা বৃষ্টি হয়ে ঝরে  কত ছাপ মুছে যায় বৃষ্টির জলে  অথচ আমাদের অভিমান মুছে না। মান ভেঙ্গে বলা হয় না; 'আমি ভালো নেই,  তুমিও কী তাই আছো বুঝি?' প্রিয় দূরত্বতমা, এইসব অভিমানের দিন, দূরত্বের আলোকবর্ষ আর অপেক্ষার ইতি টেনে দিয়ে একদিন চিঠি লিখবেন আকাশের ঠিকানায়। কবিতা- অভিমানের দিনলিপি সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ শব্দের নির্মাণের পক্ষ থেকে লেখকের জন্যে অনেক ভালোবাসা।  আপনার লেখা পাঠাতে ম্যাসেজ করতে পারেন কন্টাক্ট'আস অপশনে।  Our Another blog ↓ Megh Piyeoon