আল্লাহকে ভালোবাসি ~ সালমান হাবীব

 


রাত্রির শেষভাগে যিনি 

আরশ থেকে আকাশে নেমে আসেন

আজকাল মাঝরাতে আমি তার সাথে কথা বলি।
আপনার কথা, আমার কথা, আপনাকে ঘিরে
বেড়ে ওঠা আমার দুঃখবোধের কথা।

আমি অবলীলায় বলে যাই;
তাঁর সাথে আমার দূরত্বের কথা,
আপনার মত করে তাঁকে
ভালোবাসতে না পারার কথা।
তিনি চুপচাপ শুনেন, শুনে যান।
তারপর এক অদ্ভুত প্রশান্তি ঢেলে দেন
অশান্ত হৃদয় জুড়ে!
সালমান হাবীবের কবিতা, আল্লাহকে ভালোবাসি
মডেল মসজিদ  

আমি বিগলিত হই,
সিজদায় নত হই,
পাপড়ি ছুঁয়ে দেখে মধ্যরাতের জল।

প্রতিরাতে 
আরশের অধিপতি 
আকাশে নেমে আসেন, 
আমি তাই আকাশ ভালোবাসি।
যতটা ভালো আপনাকে বাসি;
তারচেয়েও বেশি আল্লাহকে ভালোবাসি।

~ শব্দের নির্মাণ 

Our Another blog ↓

Comments

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

বিরিয়ানি - চিত্রদীপ বসু

To be safe from Shirk read these dua three times.