আল্লাহকে ভালোবাসি ~ সালমান হাবীব
রাত্রির শেষভাগে যিনি
আরশ থেকে আকাশে নেমে আসেন
আজকাল মাঝরাতে আমি তার সাথে কথা বলি।আপনার কথা, আমার কথা, আপনাকে ঘিরে
বেড়ে ওঠা আমার দুঃখবোধের কথা।
আমি অবলীলায় বলে যাই;
তাঁর সাথে আমার দূরত্বের কথা,
আপনার মত করে তাঁকে
ভালোবাসতে না পারার কথা।
তিনি চুপচাপ শুনেন, শুনে যান।
তারপর এক অদ্ভুত প্রশান্তি ঢেলে দেন
অশান্ত হৃদয় জুড়ে!
![]() |
| মডেল মসজিদ |
আমি বিগলিত হই,
সিজদায় নত হই,পাপড়ি ছুঁয়ে দেখে মধ্যরাতের জল।
প্রতিরাতে
আরশের অধিপতি
আকাশে নেমে আসেন,
আমি তাই আকাশ ভালোবাসি।
যতটা ভালো আপনাকে বাসি;
তারচেয়েও বেশি আল্লাহকে ভালোবাসি।
~ শব্দের নির্মাণ
Our Another blog ↓

Comments
Post a Comment