শূন্য - শরিফুল ইসলাম
আমি শূন্যে বেচে থাকা এক শব্দ শ্রমিক!
রুদ্র আমার গুরু,
আমি তার ছন্নছাড়া এক শিষ্য!
ছোট্ট জীবনে আমার,
পূর্ণতার কোঠা শূণ্যের খাতায়!
চারিদিক শুধু অপূর্ণতায় পরিপূর্ণ।
তাই শূন্য থেকে এসে, এখন শূন্যে যাবার জন্য লড়ছি!
আবার কেউ কেউ আমায় কবি বলে ডাকে,
আমি কবি, শব্দের হাতুড়ি পিটিয়ে;
আগুন জ্বালাই!
বিভ্রম এই পৃথিবীতে শব্দরা অট্টহাসে,
কারণ ওইদিকে পাণ্ডুলিপি করে আয়োজন।
আমি কবি কিংবা আমি কবি নই,
আমি এক উন্মাদ!
আমি গল্পের আদোলে কবিতা লিখি,
কবিতার আদোলে পাপির পাপ খোলাসা করি!
নেতা আমায় কাগজ ছুঁড়ে দেয়, যেনো কলম থামাই!
ধর্ষক মৃত্যু দেখায়, যেনো সত্য না লিখি!
কিন্তু সে জানে না, রাতদিন;
আমি যমদূতের সাথে বসে আড্ডা দেই, খোশগল্প করি!
কারণ আমি শূন্য থেকে এসে, এখন শূন্যে যাবার জন্য লড়ছি!
Our Another blog ↓

Bah bah
ReplyDelete