ফাও আলাপ
বিয়ে-শাদির অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন নানান ভঙ্গিতে ছবি তুলতে থাকে, আমি তখন একটু দূরে বসে তাকিয়ে থাকি।
বর-কনে হাসোজ্জল মুখে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলে!
আমি তাদের সুন্দর হাসির দিকে তাকিয়ে থাকি!
কতো ভাবনায় হারিয়ে যাই!
আমার মনে হয়, আহারে! এই সুন্দর হাসোজ্জল মেয়েটা আজকের এই দিনে বর হিসেবে অন্য কাউকে চেয়েছিলো হয়তো! এই যে শেরওয়ানি পরা ছেলেটারও স্বপ্ন ছিল তার পছন্দের সেই মানুষটার সাথে তার বিয়েটা হোক!
হয়তো ছেলেটার চাকুরী পেতে দেরি হওয়ায় তার সেই পছন্দের মানুষটা অন্য কারো হয়ে গেছে!
এসব নানান ভাবনা আমার মাথায় ঘুরঘুর করে!
আমি সমাধানের পথ খুঁজি!
আমার মাথায় ভাবনা আসে,আসলে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন!
এই ছেলেটার সাথে এই মেয়েটার তাকদির লেখা ছিলো বলেই তাদের বিয়েটা হয়েছে!
তারা যদি আপন রবের ফায়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, তাহলে তাদের আগামীর দিনগুলো অনেক সুন্দর হবে!
বস্তুত রবের ফায়সালা মেনে নেওয়ার মধ্যেই রয়েছে কল্যাণ ও কামিয়াবি!
~আদনান

Comments
Post a Comment