অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

জোৎস্না রাতে খোলা আকাশের নিচে‚

চোখের ইশারায়—বলছি কথা।

আদিম তারাগুলো যখন—দূরদূরান্তে

ব্যক্ত করছিল তার মনের ব্যাথা


স্বর্গীয় হুর-পরির বেশে তুমি যখন 

ঐ দূর আকাশের দেশে দেও  উঁকি।

লোলুপ মনে তৃষ্ণার্ত ব্যাকুলতায়

আঁড় চোখে  তোমাকেই দেখি।


যদি ও মোর হৃদয়ের আবেগ খাতায় স্বর্ণাক্ষরে আছে তোমার নাম লিখা।

তবুও ভালো লাগে—রোজ বিকালে

তোমার পথ-পানে চেয়ে থাকা।

প্রত্যেহ নিশিতে যখন সাজে-গোজে 

স্বপ্নে আমার ঘরে তুমি হ‌ও হাজির।

কামুক অপরুপা মালতি তনু পানে 

চুল-বুল মনের আক্ষেপ করিনা জাহির। 


কিন্তু— হায়! অভাগা অন্তর জ্বলে 

নাবলা ব্যর্থতার তীব্র যাতনায়।

হৃদয়কে অবহেলা করে রক্ত, 

তোমার অন্ধ প্রেমের সীমাবদ্ধতায়।


প্রেম্ উন্মাদনায় তোমার সাথে  

শহর-নগর, যখন  করি বিচরণ

বিদ্রুপের স্বরে লোকেরা বলে 

দেখো দেখো পাগলের রুদ্র দহন।


এ ভুবন ছেড়ে নক্ষত্রের বাড়ি 

উড়ে যেতে চাই তোমাকে নিয়ে—

চলো না—,চলে যাই পৃথিবী ছেড়ে!

যতো দূর চোখে যায়—ততো দূরে,

একেবারে পৃথিবীর ঐ পাড়ে


Our Another blog ↓


Comments

Post a Comment

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

বিরিয়ানি - চিত্রদীপ বসু

To be safe from Shirk read these dua three times.