অঙ্ক - চিত্রদীপ বসু
ধাঁধাঁর সুরে বাঁধা যে তুমি
সূত্র আর ফর্মুলার নানাবিধ ধুম ,
যোগ বিয়োগ গুণ ভাগের মায়া পেরিয়ে দুর্বোধ্য ক্যালকুলাস
কষতে গিয়ে কেউবা হয় ব্রিলিয়ান্ট কারো উড়ে যায় রাতের ঘুম ।
বীজগণিত জুড়ে রয়েছে শুধু যোগ বিয়োগের ফর্মুলা খেলা,
পাটিগণিতে আছে হিসেব নিকেশের জবরদস্ত মেলা।
চৌকনা কিংবা হোক গোলাকার
তোমার এলাকা দেবে বলে পরিমিতি ,
স্কেল পেন্সিল কাঁটা কম্পাসে দেবো এঁকে জ্যামিতি ।
তোমার আমার কৌনিক সূত্রের খেলায় আছে মহান ত্রিকোণমিতি ,
কে কোথায় আছে বোঝাতে
গ্রাফচার্টেতে যে মাতি ।
উচ্চকালে আমরা মাতি সমাধানে ক্যালকুলাস ,
ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের ফর্মুলাতে
মাথা হয় এপাশ ওপাশ ।
জীবন মানেই হিসেব নিকেশ খেলা
সেই খেলাতেই থাকে জড়িয়ে আনন্দ আর আতঙ্ক,
দেনা পাওনা লাভ ক্ষতির মাঝেই উঠেছে গড়ে ব্যবসা থেকে বানিজ্য
এসবের মাঝেই থাকবে অনন্তকাল তুমি 'অঙ্ক'॥

Comments
Post a Comment