বিরিয়ানি - চিত্রদীপ বসু

মন খারাপের বিষন্নতায় তোকে যে চাই , 

খিদের পেটে ডিনার পাতে তোকে শুধু চাই , 

কেউ যখন জিজ্ঞেস করে কি খাবি আয় 

মনের ভেতর থেকে তোর নামটাই পাই । 


আসুক যতই ঝড় ঝাপটা সামনে পেলে তোকে 

সব যে যাই আমি ভুলে , 

ব্যাথিত মনের অশ্রুকথা নিমেষে হয় দূর 

প্লেটভর্তি সুগন্ধি নিয়ে তোকে কাছে পেলে । 

হোক চিকেন কিংবা মটন 

তুমিই আমার প্রথম ফুড ক্রাশ , 

সামনে তোমায় পেলে ভুলে যাই সব 

পেট ভরে করে ফেলি গ্রাস । 


কেউ মজে ফ্রায়েড রাইসে

কেউ বা চায় পোলাও মাংস, 

আমার মনে তুমিই সেরা গো বিরিয়ানী 

তোমার নামে সঁপেছি হৃদয়ের একাংশ  ॥

Comments

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

To be safe from Shirk read these dua three times.