অভিমানের দিনলিপি - সালমান হাবীব


আপনি আমি একই শহরে থাকি 

একই আকাশে চোখ রেখে বৃষ্টি ছুঁয়ে দেখি,

অথচ আমরা একে অপরকে দেখি না।

আমাদের দেখা হয় না। 


মেঘে মেঘে কত জলেরা বৃষ্টি হয়ে ঝরে 

কত ছাপ মুছে যায় বৃষ্টির জলে 

অথচ আমাদের অভিমান মুছে না।

মান ভেঙ্গে বলা হয় না;

'আমি ভালো নেই, 

তুমিও কী তাই আছো বুঝি?'



প্রিয় দূরত্বতমা,

এইসব অভিমানের দিন, দূরত্বের আলোকবর্ষ

আর অপেক্ষার ইতি টেনে দিয়ে

একদিন চিঠি লিখবেন আকাশের ঠিকানায়।


কবিতা- অভিমানের দিনলিপি

সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ



শব্দের নির্মাণের পক্ষ থেকে লেখকের জন্যে অনেক ভালোবাসা। 

আপনার লেখা পাঠাতে ম্যাসেজ করতে পারেন কন্টাক্ট'আস অপশনে। 


Our Another blog ↓

  

Comments

Post a Comment

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

বিরিয়ানি - চিত্রদীপ বসু

To be safe from Shirk read these dua three times.