অভিমানের দিনলিপি - সালমান হাবীব
আপনি আমি একই শহরে থাকি
একই আকাশে চোখ রেখে বৃষ্টি ছুঁয়ে দেখি,
অথচ আমরা একে অপরকে দেখি না।
আমাদের দেখা হয় না।
মেঘে মেঘে কত জলেরা বৃষ্টি হয়ে ঝরে
কত ছাপ মুছে যায় বৃষ্টির জলে
অথচ আমাদের অভিমান মুছে না।
মান ভেঙ্গে বলা হয় না;
'আমি ভালো নেই,
তুমিও কী তাই আছো বুঝি?'
প্রিয় দূরত্বতমা,
এইসব অভিমানের দিন, দূরত্বের আলোকবর্ষ
আর অপেক্ষার ইতি টেনে দিয়ে
একদিন চিঠি লিখবেন আকাশের ঠিকানায়।
কবিতা- অভিমানের দিনলিপি
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ
শব্দের নির্মাণের পক্ষ থেকে লেখকের জন্যে অনেক ভালোবাসা।
আপনার লেখা পাঠাতে ম্যাসেজ করতে পারেন কন্টাক্ট'আস অপশনে।
Our Another blog ↓

Darun ❤
ReplyDelete