পরিবর্তন - শরিফুল ইসলাম

 


আমি মরে গেছি, এক এক করে সবাই ভুলে যাচ্ছে আমায়।

আমার বেষ্ট ফ্রেন্ড, যাকে আমি ভাই ডাকতাম।

আমার মৃত্যুর তৃতীয় দিনের মাথায়- 

তোমাকে সে দিয়ে গেছে, 

একগুচ্ছ কৃষ্ণচূড়া সাথে ভালোবাসার লাল গোলাপ!


শোকের চাপটার ক্লোজ করে বাবা এখন নিয়মিত যাচ্ছেন কাজে।

আমার মা, যিনি আমাকে না খায়িয়ে খাবার তুলতেন না মুখে।

তিনিও এখন ঠিকঠাক খাচ্ছেন, ভালো মন্দ রান্না করছেন।


আমার মৃত্যুতে টঙ্গের দোকানের মামার, বেচা কিনায় কোনো 

পরিবর্তন আসেনি।

শুধু কমেছে একজন ক্রেতার সংখ্যা।

নতুন বাজেটে, গুললিফে বেড়েছে মাত্র ১ টাকা।

মামার ভীষণ আফসোস, 

আমি বেঁচে নেই; দিনে তার অনেক টাকার লোকসান!

পরিবর্তন, শরিফুল ইসলাম, বাংলা কবিতা, কাজী নজরুল ইসলাম, শব্দের নির্মাণ।

আমি নেই, তাতে কী? শহরে এখনো বসন্ত আসে, সোহরাওয়ার্দী উদ্যানে এখনো মেলা বসে।

আমার মৃত্যুতে বন্ধ হয়নি 

সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তন!

আমার পরিবর্তে প্রেমিকার 

বাহুতে মাথা রাখে এখন অন্য আরেকজন!

শুধু পরিবর্তন এসেছে, 

রাস্তার এক কুকুরের জীবনে!

বাড়ির পাশের ডাস্টবিনে থাকা কুকুরটা ঘুরঘুর করে 

আমার কবরের সামনে! কেউ দেয় না তাকে এক টুকরো রুটি কিনে!


পরিবর্তন  ||  Shoriful Islam


Our Another blog ↓

Comments

Post a Comment

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

বিরিয়ানি - চিত্রদীপ বসু

To be safe from Shirk read these dua three times.