করোনা ভাইরাস একটি আতঙ্কের নাম।
করোনা ভাইরাস" অতি পরিচিত একটি নাম। স্বল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলতে হয়। আজকাল পেপার-পত্রিকা থেকে শুরু করে টিভি চ্যানেল, ইউটিউব আর ফেসবুকের একটা বিশাল অংশ জুড়ে আছে এই করোনা ভাইরাস। লোকজন দফায় দফায় সতর্কতামূলক পোস্ট শেয়ার করছেন। আসলেই করোনা ভাইরাস মহামারীর ন্যায় ধারণ করেছে। সংবাদ মাধ্যমে জানতে পারি, এদেশের তিনজন নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবরটা শুনে ভয়টা বেড়েই চলেছে। জনগণের দ্বারে দ্বারে ছড়িয়ে পরেছে আতঙ্ক। কারোর শুকনো কাঁশি, সর্দি কিংবা জ্বর হলেই ঘাবড়ে যাচ্ছেন ভাবছেন "আমাকে করোনা ভাইরাস পেয়ে বসেনিতো?"এমন হলে করোনা ভাইরাস আপনাকে পাক বা নাই পাক, সন্দেহের ভাইরাস আপনাকে পেয়ে বসবে ঠিকই। আর এই সন্দেহ নামক ভাইরাস করোনার চাইতেও মারাত্মক। সারাদিন দৌড়ে বেড়ানো নাদুস-নুদুস ছেলেটাও পরীক্ষার আগে শুকিয়ে যায়, হেসে-খেলে সারা বাড়ি মাথায় তুলে রাখা মেয়েটাও চুপচাপ হয়ে যায়। কারণ কি? কারণ একটাই "চিন্তা"। সাধারণ পরীক্ষার চিন্তা যদি বালক-বালিকা, কিশোর-কিশোরীর জীবনে এতটা পরিবর্তন ঘটাতে পারে, একবার ভেবে দেখেছেন মস্তিষ্কে তাড়া করে বেড়ানো মৃত্যুভয় তাদের জীবনে কতটা পরি...