করোনা ভাইরাস একটি আতঙ্কের নাম।

করোনা ভাইরাস" অতি পরিচিত একটি নাম। স্বল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলতে হয়। আজকাল পেপার-পত্রিকা থেকে শুরু করে টিভি চ্যানেল, ইউটিউব আর ফেসবুকের একটা বিশাল অংশ জুড়ে আছে এই করোনা ভাইরাস। লোকজন দফায় দফায় সতর্কতামূলক পোস্ট শেয়ার করছেন। আসলেই করোনা ভাইরাস মহামারীর ন্যায় ধারণ করেছে। সংবাদ মাধ্যমে জানতে পারি, এদেশের তিনজন নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবরটা শুনে ভয়টা বেড়েই চলেছে।  জনগণের দ্বারে দ্বারে ছড়িয়ে পরেছে আতঙ্ক।
কারোর শুকনো কাঁশি,  সর্দি কিংবা জ্বর হলেই ঘাবড়ে যাচ্ছেন ভাবছেন "আমাকে করোনা ভাইরাস পেয়ে বসেনিতো?"এমন হলে করোনা ভাইরাস আপনাকে পাক বা নাই পাক,  সন্দেহের ভাইরাস আপনাকে পেয়ে বসবে ঠিকই। আর এই সন্দেহ নামক ভাইরাস করোনার চাইতেও মারাত্মক। সারাদিন দৌড়ে বেড়ানো নাদুস-নুদুস ছেলেটাও পরীক্ষার আগে শুকিয়ে যায়,  হেসে-খেলে সারা বাড়ি মাথায় তুলে রাখা মেয়েটাও চুপচাপ হয়ে যায়। কারণ কি? কারণ একটাই "চিন্তা"। সাধারণ পরীক্ষার চিন্তা যদি বালক-বালিকা, কিশোর-কিশোরীর জীবনে এতটা পরিবর্তন ঘটাতে পারে,  একবার ভেবে দেখেছেন মস্তিষ্কে তাড়া করে বেড়ানো মৃত্যুভয় তাদের জীবনে কতটা পরিবর্তন ঘটাতে পারে? আর যদি বৃদ্ধ/বৃদ্ধা হন তবে তো কথাই নেই। তাই বলি চিন্তার কিছু নেই,  যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই রক্ষা করার মালিক।

সতর্কতাঃ-
অধিক জনসংখ্যা এড়িয়ে চলুন।
সাবান দিয়ে হাত না ধুয়ে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না।
হাঁচি-কাঁশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখুন।
অসুস্থ গবাদিপশুর সংস্পর্শে যাবেন না।
মাছ মাংস ভালোভাবে রান্না করে খাবেন।
বাইরের খাবার যথা সম্ভব পরিহার করুন।

জ্বর, গলা ব্যথা, কাঁশি ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত নিকটস্থ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।


করোনা হটলাইন নম্বর। নিজের অথবা পরিবারের কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষন দেখা দিলে" ইনস্টিটিউট অব এপিডেমোলোজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ" আইইডিসিআরে যোগাযোগ  করুন নিচের নম্বর গুলোর মাধ্যমে,

IEEDCR Hotline

+8801937000011
+8801937110011
+8801927711784
+8801927711785

পোষ্টটি খুবই গুরুত্বপূর্ণ যা যতো দ্রুত সম্ভব ব্যাপক প্রচারের প্রয়োজন। তাই শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না।

লেখাঃ Md. Yeasin

Comments

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

বিরিয়ানি - চিত্রদীপ বসু

To be safe from Shirk read these dua three times.