Posts

Showing posts from February, 2020

আমন্ত্রণ - ফাহাদ আহমেদ

Image
এরকম বিষন্নতা আমি চাইনি, এরকম মন খারাপটাও চাইনি; চাইনি এমন কঠোরতা, একটুখানি কোমলতাই তো চেয়েছিলাম। আমি কখনোই প্রচন্ড রোমান্টিক প্রেমিকা চাইনি, কিংবা চাইনি সস্তা ন্যাকামোয় ভরা মাখামাখি করে লেপ্টে যাওয়া সিনেমার প্রটোটাইপ; আমি চাইনি মাত্রাতিরিক্ত উষ্ণতায় মেতে-ঘেমে-নেয়ে-একাকার হতে, চেয়েছিলাম কিঞ্চিত স্নিগ্ধতা আর মমতার হাইপ। মডার্নিজমের কথা কম কাজ বেশী মন্ত্রে আলোড়িত হয়ে প্রেমিকার কোমর দু'পায়ে পেচিয়ে স্তনযুগল লালসার রসে ভিজিয়ে আমি হতে চাইনি বন্য, বরঞ্চ চেয়েছিলাম একটুখানি আদর-উষ্ণতার পরশ; মাঝেমধ্যে কোলে মাথাখানি গুজে, চোখ বুজে শুয়ে, তোমাকে দিয়ে অভদ্র চুলগুলো টানিয়ে নিয়ে কল্পনার কল্পাকাশে হতে। অ হে প্রেমিকা জানো? কত প্রেমপিয়াসী আছে বর্তমান তোমার, যারা তোমার দিকে তাকিয়ে বত্রিশ-ছত্রিশ-চৌত্রিশের হিসেব নিয়ে হয় কনফিউজড; আর আমি? আমি দেখি তোমার কপাল-গাল-নাক-গলা বেয়ে নেমে যাওয়া ক্লান্তির ঘাম, তোমার একগ্লাস লেবুপানির প্রয়োজন মিটিয়ে ছত্রিশ ইঞ্চির নিচে যে কম্পাংকের সৃষ্টি হয় তা থেকে তরাঙ্গাকারে বেরিয়ে আসা হাজারটা কথার মালা অনুধাবন করতে গিয়েই আমি হই ফিউজড। বিনিময়ে কি চাই আমি তা কি ...

তুমি এসো - শাকের নাজির

Image
তুমি এসো রোদ্দুরে, রুদ্ধ বাতায়নে নিপুন সিঁদ কেটে ঘুমের চোখে ঘুম ভাঙ্গানিয়া পরশ বুলাতে। তুমি এসো মধ্য দুপুরে, নিঃসঙ্গ ঘুঘুর ক্লান্ত বিরহী স্বরে আমার একলা ক্ষণে বিবাগী আবেশে জড়াতে। তুমি এসো গোধূলি লগ্নে, শেষ বিকেলের লালচে আভায় রঙহীন আগোছালো আমায় যত্নে গুছিয়ে দিতে। তুমি এসো নিশি সৌরভে, প্রিয় হাসনাহেনার মাদকতা নিয়ে নিশাচর আমার তন্দ্রাহীন রাতের সঙ্গী হতে। তুমি এসো কৈশোরে, অজানাকে জানার উচ্ছ্বাস হয়ে ললাট ওষ্ঠ বেয়ে চিবুকে প্রেমের চিহ্ন এঁকে দিতে। তোমাকে আসতেই হবে, এতসব নাইবা হতে চাইলে ক্ষতি নেই এক জীবনে একজন প্রিয় তোমায় হতেই হবে। Our Another blog ↓ Megh Piyeoon

জীবন - হাসান মাহমুদ

Image
সোডিয়ামের আলোর নিচে একা একা হাঁটছিলাম।হঠাৎ সামনে তাকিয়ে দেখি চেনা একটা মুখ।তাকে দেখেই থমকে গিয়েছিলাম।হয়তো অনেকদিন পর দেখেছি তাই।আমার কি করা উচিত এখন?আমার কি ওকে "কেমন আছো" জিজ্ঞেস করা উচিত?আমি কিছু জিজ্ঞেস করলাম না।চুপচাপ দাড়িয়ে রইলাম। --কেমন আছো হাসান? --এইতো আলহামদুলিল্লাহ।তুমি? --আছি কোনোরকম।যাই হোক বাদ দাও। --আচ্ছা। (কিছুক্ষণ নীরবতা) --এখনো কি ভালোবাসো আমাকে?নাকি ঘৃণার বৃত্তে আবদ্ধ করে ফেলেছো আমাকে? --ঘৃণা আর ভালোবাসো একই ব্যক্তির উপর আসে না।যাকে ঘৃণা করা যায় তাকে ভালোবাসা যায় না।আর যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না।তোমাকে আমি ভালোবাসতাম,বাসি এবং আজীবনই বাসবো।তবে ফিরে পেতে চাইনা কখনো --জানো ও আমাকে আমার মতে বোঝেনা।শুধু নিজের ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেয়।আমরা পাশাপাশি শুয়ে থাকি তবুও আমাদের মাঝে হাজার মাইলের দুরত্ব। --অপশনটা তো তুমিই বেছে নিয়েছিলে।তাইনা নীলাঞ্জনা?তুমি সুখী হতে চেয়েছিলে।তুমি পারফেক্ট লাইফের আশায় যেটা তোমার ছিলো সেটা হারিয়ে আরও ভালোটা চেয়েছিলে।তুমি ভালোকে ত্যাগ করে সবচাইতে ভালোটাকে পেতে চেয়েছিলে।তুমি তোমারটা পেয়েছো। --তোমার কি আ...

খেলা - শাকের নাজির

Image
সহস্র বছর দুর্গম পথ পড়ি দিয়ে মৌন অধরের কম্পনে বিলীন হতে এসেছি। পাথুরে রুক্ষ হৃদয় জমিনে, অপেক্ষার এক পশলা বৃষ্টি ঝরিয়ে ভালোবাসার ফুল ফোটাতে এসেছি। এসেছি হার না মানা ভাস্কো-দা-গামার কুলহারা সমুদ্র যাত্রার সহযাত্রী হয়ে, সফেন জলরাশি পেছনে ফেলে অজানা সুধায় আস্বাদিত হতে।