তুমি এসো - শাকের নাজির
তুমি এসো রোদ্দুরে,
রুদ্ধ বাতায়নে নিপুন সিঁদ কেটে
ঘুমের চোখে ঘুম ভাঙ্গানিয়া পরশ বুলাতে।
তুমি এসো মধ্য দুপুরে,
নিঃসঙ্গ ঘুঘুর ক্লান্ত বিরহী স্বরে
আমার একলা ক্ষণে বিবাগী আবেশে জড়াতে।
তুমি এসো গোধূলি লগ্নে,
শেষ বিকেলের লালচে আভায়
রঙহীন আগোছালো আমায় যত্নে গুছিয়ে দিতে।
তুমি এসো নিশি সৌরভে,
প্রিয় হাসনাহেনার মাদকতা নিয়ে
নিশাচর আমার তন্দ্রাহীন রাতের সঙ্গী হতে।
তুমি এসো কৈশোরে,
অজানাকে জানার উচ্ছ্বাস হয়ে
ললাট ওষ্ঠ বেয়ে চিবুকে প্রেমের চিহ্ন এঁকে দিতে।
তোমাকে আসতেই হবে,
এতসব নাইবা হতে চাইলে ক্ষতি নেই
এক জীবনে একজন প্রিয় তোমায় হতেই হবে।
Our Another blog ↓

Comments
Post a Comment