জীবন - হাসান মাহমুদ
সোডিয়ামের আলোর নিচে একা একা হাঁটছিলাম।হঠাৎ সামনে তাকিয়ে দেখি চেনা একটা মুখ।তাকে দেখেই থমকে গিয়েছিলাম।হয়তো অনেকদিন পর দেখেছি তাই।আমার কি করা উচিত এখন?আমার কি ওকে "কেমন আছো" জিজ্ঞেস করা উচিত?আমি কিছু জিজ্ঞেস করলাম না।চুপচাপ দাড়িয়ে রইলাম।
--কেমন আছো হাসান?
--এইতো আলহামদুলিল্লাহ।তুমি?
--আছি কোনোরকম।যাই হোক বাদ দাও।
--আচ্ছা।
(কিছুক্ষণ নীরবতা)
--এখনো কি ভালোবাসো আমাকে?নাকি ঘৃণার বৃত্তে আবদ্ধ করে ফেলেছো আমাকে?
--ঘৃণা আর ভালোবাসো একই ব্যক্তির উপর আসে না।যাকে ঘৃণা করা যায় তাকে ভালোবাসা যায় না।আর যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না।তোমাকে আমি ভালোবাসতাম,বাসি এবং আজীবনই বাসবো।তবে ফিরে পেতে চাইনা কখনো
--জানো ও আমাকে আমার মতে বোঝেনা।শুধু নিজের ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেয়।আমরা পাশাপাশি শুয়ে থাকি তবুও আমাদের মাঝে হাজার মাইলের দুরত্ব।
--অপশনটা তো তুমিই বেছে নিয়েছিলে।তাইনা নীলাঞ্জনা?তুমি সুখী হতে চেয়েছিলে।তুমি পারফেক্ট লাইফের আশায় যেটা তোমার ছিলো সেটা হারিয়ে আরও ভালোটা চেয়েছিলে।তুমি ভালোকে ত্যাগ করে সবচাইতে ভালোটাকে পেতে চেয়েছিলে।তুমি তোমারটা পেয়েছো।
--তোমার কি আমার কথা মনে পরেনা?আমার মুখ মনে পরেনা?কষ্ট হয়না আমার অনুপস্থিতিতে?
--আসলে একটা অপ্রিয় সত্যি কি জানো নীলাঞ্জনা?সময়ের সাথে সাথে আমরা বদলাই।প্রিয় মুখ,প্রিয় মানুষ এমনকি প্রিয় স্মৃতিগুলোও বদলে যায়।হোক সেটা ইচ্ছা বা অনিচ্ছায়।একটা সময় আমরা যেটা ছাড়া বাঁচা অসম্ভব মনে করতাম সেই জিনিসটা আমরা হারিয়ে ফেলি।কিন্তু তারপরও আমরা অদ্ভুতভাবে বাঁচি।
--আমাকে কি আরেকবার বিশ্বাস করা যায় না?
--চলে যাওয়া সময়কে কখনো ফিরিয়ে আনা যায়?বিশ্বাস জিনিসটাও সেরকম।যদিও একসাথে হই আবার তোমার প্রতি শুধু করুণা হবে আমার,ভালোবাসা নয়।আর একটা কথা জীবন যেটা দিয়েছে সেটাকে ভালোবেসে সেটাতেই সন্তুষ্ট থাকো।তাহলেই সুখ খুঁজে পাবে।ভালো থেকে আল্লাহ হাফেজ।
সেদিন চলে এসেছিলাম নীলাঞ্জনার সামনে থেকে।আর পেছনে ফিরে তাকাইনি।হয়তো এক পানে চেয়েছিলো ও।থাকুক।অতীতকে পিছনে ফিরে দেখতে নেই।অতীত শুধুই কষ্ট দেয়।শুধু কষ্ট।ভালো থাকুক নীলাঞ্জনারা......

Comments
Post a Comment