খেলা - শাকের নাজির


সহস্র বছর দুর্গম পথ পড়ি দিয়ে
মৌন অধরের কম্পনে বিলীন হতে এসেছি।

পাথুরে রুক্ষ হৃদয় জমিনে, অপেক্ষার
এক পশলা বৃষ্টি ঝরিয়ে ভালোবাসার
ফুল ফোটাতে এসেছি।

এসেছি হার না মানা ভাস্কো-দা-গামার কুলহারা
সমুদ্র যাত্রার সহযাত্রী হয়ে, সফেন জলরাশি পেছনে ফেলে অজানা সুধায় আস্বাদিত হতে।

Comments

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

বিরিয়ানি - চিত্রদীপ বসু

To be safe from Shirk read these dua three times.