ঋতু শীত - অরবিন্দ সরকার
শীত এসে গেছে ,বুঝে গেছি সবে!
গায়ের চামড়া রুক্ষসূক্ষ ,পাতাঝড়া
গাছেরা ন্যাংটা! সাপ সরীসৃপ লুকাবে গর্তে,
শামুক,ঝিনুক,গুগলি তার চোখ বন্ধ , যেনো অন্ধ, শরীরের আচ্ছাদনের শেষ স্থানটুকুও মুদিবে তার খুলি।
ছেলে ছোকড়ার দল , আগুন পোহাতে গোল হ'য়ে আগুনের চারপাশে,করছে হাত পা গরম!
চা এর কাপ করে ঠকঠক্ আওয়াজ, মুখের ভীড়ে।
কেটলি বুকে জল ভ'রে, উনুন নাহি ছাড়ে!
নদী ,পুকুরে, স্নান আজ বেমানান! উষ্ণ জলে চান।
পশুদের সব লোম খাড়া ,
উত্তুরে হাওয়া বাঁধন ছাড়া,
সূয্যিমামার আলোয় কিপটেমি?
দিয়ে গলায় দড়ি, খেজুর গাছে হাঁড়ি!
রসবসে পিঠে পুলি,নলেনগুড়ের সুঘ্রানে রসগোল্লা দামদারী।
নিশুতি রাত্রিবেলা যেনো শোকাহত নিশ্চুপ শব্দহারা!
বুড়ো বুড়ি গায়ে কম্বল, গরীবের ছেঁড়া কাঁথা সম্বল, যাযাবরের ছেঁড়া কানি!
অঢেল শাকসব্জীর আমদানি,
ফল ফুলের সমারোহ!
শীত তুমি ধনীর ! উলেন পোষাকে
তারা জানায় স্বাগত! গরীবের প্রণাম
নিও ,এসোনা অহরহ!

Comments
Post a Comment