লেখনি - অরবিন্দ সরকার
আমি লিখতে ভালবাসি বলেই লিখি !
কেউ পড়লো বা না পড়লো,
প্রশংসার বাণী শুনতে নয়?
কলমের কালি নিঃশেষিত না হওয়া পর্যন্ত লিখবো!
আমি যে কলমবাগীশ ?
লেখার আঁচরে শোভা পায়-
ছবি, কলমের আঁচরে তোমাদের অভিসন্ধি , মুখোশের কারচুপি,
উদোম করি আমি কবি?
কবিতায় ছন্দ,লেখায় আনন্দ,
জীবন না মরণমুখী সেটা বাণীতে লিপিবদ্ধ!
অসাধ্য সাধন, প্রতিবাদের ভাষা
এ কলম হয়ে ওঠে তরবারি!
কলমের ঝলকানিতে,প্রতিবাদী ভাষা গর্জ্জায়,শুরু হয় ছটফটানি?
প্রমাদ গোনে বারুদঠাসা কলমে
লেখার কানাকানি!
শতমিছিলের পদধ্বনির আগে ফেস্টুনে লেখা এটাও কবির বাণী !
কবিতা যে ভাষায় বলতে পারে,
লড়াইয়ে তীব্র বাক্যবান হানতে পারে, এঁকে দিয়ে আল্পনি!!

Comments
Post a Comment