প্রেম ফিরে এসো - আসরাফ আলী শেখ

ভেবে ছিলাম আসবো    

না ,পারলাম না,

ভালো বাসি !

তবে দেরি হয়েছে বলে দুঃখ পায় নি !

জানি ভালো বাসো না!


ঐ দেখ পিছু নিয়েছে 

স্মৃতির ঝাঁক ,

একে একে সবাই !

কি যে হলো তোমাদের কেউ কিছু বলছো না?


কৃষ্ণ চূড়া ,,

আমি চাই তোমারা আবার এসো আমার আঙিনায় !



ভাঙা ব্রিজ ,

আমি চাই তোমারা তোমার কানে কানে ঐ প্রেমের গুঞ্জন করো !


সাইকেল,

আমি চাই  তোমারা আবার আমার ঘাড়ে বসো হেলে দুলে চলো !



কি যেন চিৎকার !

না না , তোমারা চুপ করো , 

আমি আত্মহত্যা করেছি ! 

না না প্রেম তুমি 

তাই পারো না ,

ঐ দেখ নতুন জুটি ওরা 

আমাকে বাঁচাতে পারে, 


এসো এসো 

স্মৃতি , 

এসো আমার মন আবার ,

আমরা ফিরে যায়  ওদের হৃদয়ে ওরা প্রেম করুক ।


Comments

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

বিরিয়ানি - চিত্রদীপ বসু

To be safe from Shirk read these dua three times.