তোমার প্রিয় তুমিই
প্রিয় আমি
নিজেকে তুচ্ছ ভেবো না।
নিজেকে ছোট ভেব না।
নিজেকে কখনো বলো না, 'আমি হতভাগা'। আমি একটা লুজার। আমি একটা অভিশাপ। আমি একটা বোঝা। আমি একটা বোকা
বলো না এসব। এসব বলার মত অনেক মানুষই আছে। তাদের কথা বিশ্বাস করো না।
মানুষ আরো জঘন্য কথা বলবে। সেগুলো হজম করতে শিখো
নিজেকে ছোট ভেব না।
নিজেকে কখনো বলো না, 'আমি হতভাগা'। আমি একটা লুজার। আমি একটা অভিশাপ। আমি একটা বোঝা। আমি একটা বোকা
বলো না এসব। এসব বলার মত অনেক মানুষই আছে। তাদের কথা বিশ্বাস করো না।
মানুষ আরো জঘন্য কথা বলবে। সেগুলো হজম করতে শিখো
নিজেকে নিজের চিন্তার জালে ফেলে খুন করো না
নিজেকে নিজেই সামলে রাখতে শিখো।
নিজেই নিজেকে আলোর পথে নিয়ে চলো
তোমার প্রিয় তুমিই
নিজেকে একবার ভালোবেসেই দেখ। নতুন করে বাঁচার জন্য কি রকম সাহস জেগে উঠে।
নিজেকে নিজেই সামলে রাখতে শিখো।
নিজেই নিজেকে আলোর পথে নিয়ে চলো
তোমার প্রিয় তুমিই
নিজেকে একবার ভালোবেসেই দেখ। নতুন করে বাঁচার জন্য কি রকম সাহস জেগে উঠে।

Comments
Post a Comment