মনির কালো রঙে - আসরাফ আলী শেখ
চোখের পানিতে এত ছবি দেখে নি আগে,
তোমায় দেখে নিষ্পলকে চেয়ে ছিলাম আমি!
চোখের জলে কথা বলে শুনিনি তো আগে,
তোমার থেকে ই লিখলাম প্রিয় পাঠক ছিলাম আমি!
কাঁদা ও শিক্ষা দেয় বুঝতে পারি নি আগে
হৃদয় জুড়ে প্রতিক্ষণে
কান্নার রোল ওঠে,
প্রয়ার হাত ধরার আগে ছাড়ছে
চোখ প্রিয় জনে ,
হৃদয় পলকে তাকিয়ে থাকি কোথায় যেন
ফেলে যাচ্ছি তোমাকে!
চারিদিকে ঘিরে সবাই
তবু সিঁধেল করে বেরিয়ে আসে কঙ্কাল
মন খানি ,
মনির কালো রঙ মাখামাখি করে রবে তুমি বাসর রাতের ঘরে।।
লেখকঃ- আসরাফ আলী শেখ
পশ্চিমবঙ্গ, ভারত।
লেখকের জন্যে শুভকামনা ও ভালোবাসা শব্দের নির্মাণের পক্ষ থেকে।
সিলেট, বাংলাদেশ।
আপনার লিখা আমাদের ব্লগে প্রকাশ করার জন্যে আমাদের পাঠাতে পারেন.?
আপনার লেখা পাঠাতে ক্লিক করুন.?


Comments
Post a Comment