মধ্যবিত্ত - শরিফুল ইসলাম
আমি মধ্যবিত্ত, আমার দিন কাটে স্বচ্ছলতার চিন্তায়।
রাত্রি কাটে নির্ঘুম, সংসারে অভাব-অনটন!
আমার মায়ের মলিন মুখ, বাবার ময়লা শার্ট।
বোনের পড়ার ফিস,
আমার নতুন শীট; কিন্তু হায় অর্থ করে লুকোচুরি!
সংসারে আয় নেই, বাবার চোখে ঘুম নেই।
মা নিশ্চুপ, ছেঁড়া আঁচল দিচ্ছে উঁকি!
আমার বয়স গুনে গুনে বত্তিত্রিশ,
তবুও কপালে চাকরী নেই!
গ্রাজুয়েশন কম্পিলিট সেই কবে, রেজাল্ট- ফাস্ট ক্লাস!
কিন্তু ঘুষ দেবার অর্থ, সামর্থ্য দুই নেই!
আমি মধ্যবিত্ত, হ্যাঁ; আমিই মধ্যবিত্ত।
আমার পেটে ক্ষুধা নেই, ইদে নতুন জামা নেই।
চোখের কোণে জল নেই; বুকের ভেতর মন নেই!
হাতে টাকা নেই,
সমাজের কাছে আমার কোনো দাম নেই!
প্রিয়সী চলে যায়, “ভালো থেকো” বদ-দোয়া করে!
দিন যায়, মাস যায়; বছর বছর দ্রব্য মূল্যের দর বাড়ে।
গ্যাসের বিল বাড়ে, কারেন্টের দাম বাড়ে;
তাস সাথে পালা দিয়ে নিয়মিত ট্যাক্স বাড়ে।
বাড়ে না শুধু, আমার মাসিক আয়!
আমি মধ্যবিত্ত, আমার সম্মান যাবার ভীষণ ভয়।
পাছে লোকে কিছু বলে, সংশয়ে দিন কাটে!
পকেটে অর্থ নেই, সত্য বলার সাহস নেই;
মৃত্যুর ভয় বিষম ভীষণ, হইচই আমার বড্ড অপছন্দ।
আর তার কারণ, আমি মধ্যবিত্ত; হুমম মধ্যবিত্ত!
বইঃ- প্রেম ও দ্রোহ
লেখকঃ- শরিফুল ইসলাম
"বই ভালোবাসার আরেক নাম হোক"
বইয়ের কথা ছড়িয়ে দেবার অনুরোধ রইলো।
শ্রীগ্রই বইটি পাওয়া যাবে দেশের অনলাইন বুক শপ গুলোতে।

Comments
Post a Comment