শব্দ - অরবিন্দ সরকার
শব্দ ছোট কথা
শব্দ যোগে দেয় ব্যথা!
শব্দ কয়েকটি মিলে কবিতা,
শব্দের মালায় তীব্র ভাষন বক্তার!
শব্দ সৃষ্টি সাহিত্য,গল্প,হাসিকান্না।
শব্দের রোলে তীব্র আওয়াজ,
বজ্র বিদ্যুৎ হানার?
জন্মেই মা শব্দ,
জোড়াশব্দে মামা,
গোটা বিশ্বে শব্দ জড়িয়ে,
বাজে যুদ্ধের দামামা!
শব্দ বাধা মানে না,করা যায় না জব্দ?
শব্দ ফিসফিস কানে মন্ত্র,শব্দে ফিসফাস প্রেমের গন্ধ!
শব্দে কানাকানি, শব্দে ঘুম ভাঙানী!
মরার আগে গোঁ গোঁ আওয়াজ এটাও শব্দের বানী!
শব্দ তুমি গাঁথা পুষ্পমালিকার
রানী! রাজা তুমি খোঁজো আমায়! আছে কি বিকল্প বানী!
লেখকঃ- অরবিন্দ সরকার
পশ্চিমবঙ্গ, ভারত।
শব্দের নির্মাণ এর পক্ষ থেকে লেখকের জন্য শুভকামনা।
সিলেট, বাংলাদেশ।
আপানর লেখা আমাদের ব্লগে প্রকাশ করতে.?

Comments
Post a Comment