সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ
দিনের শেষ আলোয় লাল হয়ে আসা
দিগন্তে চোখ রেখে নীলাকে বললাম;
আমিও একদিন আকাশ হবো,
দৃষ্টিতে পুরে রাখা আকাশ।
সে অমন অবাক চোখে তাকালো;
যেন আকাশ হতে চাওয়া পাপ,
আকাশ দেখা অন্যায়!
নীলা সেই বিস্মিত চোখ জোড়া নিয়ে
তাকিয়ে থেকে বললো; আকাশ তো অস্পৃশ্য,
ধরা যায় না, ছোঁয়া যায় না,
কেমন বৃত্তের বাইরে!
তুমি বরং সমুদ্র হও, আছড়ে পড়া জল হও,
প্রবল জলরাশিতে উছলে পরা উর্মি হও।
আমি সেই জলে পা ভেজাবো,
ঢেউয়ের তালে গা ভেজাবো,
ইচ্ছেমতো ঝাঁপিয়ে পড়বো জলের জলোচ্ছ্বাসে।
তারপর সে চলে গেল।
আমার আর আকাশ হওয়া হলো না।
তবে দু চোখের জলে ঠিকই সমুদ্র হলো।
সেই জলে ঝড়, জল আর জলোচ্ছ্বাসও হলো।
দুকূল ছাপিয়ে জলেরা সব উছলে পড়লো। অথচ সেই জলে পা ভেজানোর কথা বলে
ঢেউয়ের তালে গা ভেজানোর কথা বলে
যে চলে গেল সে আর এলো না।

Comments
Post a Comment