শাপলাময় গোধূলি বিকেল - রেহনুমা লাবণ্য
বেপরোয়া মন আউড়ে
দোলা দিয়ে যায় আকাশে বাতাসে,আজ বাতাসও মাতাল
কিছু খুনসুটি প্রতিচ্ছবিতে আয়নাতে,বায়নাতে
শতসহস্র গোধূলি বিকেলের সৌন্দর্যে
হয়তো মাঝে মাঝে এলোমেলো আমি
আবার মাঝে মাঝে ঠিক
এভাবেই জীবন এগিয়ে যায় মৃত্যুর দিক।

Comments
Post a Comment