সুখের ঠিকানা - আসরাফ আলী শেখ

 সুখ পোশাকের নাম যা অন্যের গায়ে মানায় , নিজের গায়ে পরলে বেমানান !



সুখ  বহুল প্রচলিত এক প্রবাদ , যা সমাজ বয়ে চলে, কোন দিন ছিল না ,

নেই ও থাকবে ও না!

সুখ একটা সম্পূর্ণ ধরনা , আমরা জন্মায় অপূর্ণ নিয়ে ,

পূর্ণ সুন্দর অব্যয় !



সুখ  নিজেই অসুখে আক্রান্ত , বাইরের পোশাক , ভিতর জলন্ত  !!  



সুখ শক্তির পোশাকি নাম, যা দেশে দেশে কালে কালে রঙ পাল্টে নেয় !



সুখ অজানা জিবানু ,

যা সবাই কে আক্রান্ত করে অতীত ভবিষ্যত ও বর্তমান কে ও!



Comments

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

বিরিয়ানি - চিত্রদীপ বসু

To be safe from Shirk read these dua three times.