সুখের ঠিকানা - আসরাফ আলী শেখ
সুখ পোশাকের নাম যা অন্যের গায়ে মানায় , নিজের গায়ে পরলে বেমানান !
সুখ বহুল প্রচলিত এক প্রবাদ , যা সমাজ বয়ে চলে, কোন দিন ছিল না ,
নেই ও থাকবে ও না!
সুখ একটা সম্পূর্ণ ধরনা , আমরা জন্মায় অপূর্ণ নিয়ে ,
পূর্ণ সুন্দর অব্যয় !
সুখ নিজেই অসুখে আক্রান্ত , বাইরের পোশাক , ভিতর জলন্ত !!
সুখ শক্তির পোশাকি নাম, যা দেশে দেশে কালে কালে রঙ পাল্টে নেয় !
সুখ অজানা জিবানু ,
যা সবাই কে আক্রান্ত করে অতীত ভবিষ্যত ও বর্তমান কে ও!

Comments
Post a Comment