কথা সাহিত্যিক ও কবি রফিকুল ইসলাম প্রিন্সের উক্তি সমূহ
১.মানুষ তার দীর্ঘশ্বাসের মতোই একা।
২.একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিবো,
হয়তো কোনো অভিযোগ থাকবে না৷
বিদায় বেলা অভিযোগ থাকতে নেই।
৩.মৃতৃেরও শুকায় গলা।
তারা তৃপ্ত হয় জীবিতের চোখে জলে।
৪.মানুষ যখন তার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন স্বপ্ন দেখা কেবল বিলাসিতা।
৫.সব হারানোর ব্যাথা যে একবার পেয়ে যায়, তার আর কিছুই হারানোর ব্যাথা থাকে না।
৬.মনের ক্ষত, মাংস্পিন্ডের ক্ষতের চেয়েও ভয়ানক।
কারন সেটা দেখা যায় না।
৭.আরো কিছুক্ষন থেকে যাও প্রিয়
এখনো অনেক কিছু গোপন রয়ে গেছে।
এখনো শতবার ভালোবাসা বলা বাকি আছে।
৮.তবু নিরব কান্নার রচনা বুনে যায় চড়ুই।
অপেক্ষায় ভারী হওয়া কান দুটো খুঁজে
সেই প্রিয় কন্ঠস্বর।
৯.শুধু দেহের সাজে সীমাবদ্ধ আমাদের চোখ, মন খুঁজেতে খুঁজেতে নিজেই হারিয়ে যায় মানুষগুলো।
১০. আঁকড়ে ধরে বাঁচা যায় না,একদিন না একদিন উপচে পড়ার ভয় থেকেই যায়।
১১.জীবন যখন তোমায় দেখতে চাইবে তখন তুমি উন্মুক্ত হও, আর তখনই জীবন তোমায় বাঁচতে শিখাবে।
১২.জীবনে সবচেয়ে কঠিন কাজ মানুষকে ভালোবাসা।
১৩.পরোক্ষভাবে নারীও এক প্রকার সেলাই মেশিন।
কত সম্পর্ক জুড়ে সংসার সাজাতে হয়।
১৪.নারী,
তুমি বরং আমাকে আরো ভালোবাসা দিতে পারো।নিশ্চয়ই তোমার ভালোবাসার ক্ষমতা অসীম।
১৫.মধ্যবিত্তদের নিজের বলে কিছুই নেই।সবকিছু মানিয়ে নিতে হয়।
১৬.মনের কথা মনের ডাস্টবিন পড়ে থাকলে, মনে কথার দূর্গন্ধ বাড়ে।
১৭.যে প্রান লড়তে শিখায়,
সে প্রান কখনও হারে না।
হয়তো ভুল করে।
কিন্তু হারে না।
১৮.কেউ কারো যোগ্য নয়।
মানুষকে ভালোবেসে যোগ্যতার স্থান দিতে হয়।
১৯.কি পেলাম আর কি হারালাম এই ভাবনায় জীবন থেমে থাকে না।জীবন চলে যায় তার নিয়মে। কি আর কে সাথে আছে সেটা ভেবে সামনে এগিয়ে যাওয়াই জীবন।
২০.দায়গ্রস্ত মেঘেরাও একসময় হয়ে যায় ছন্নছাড়া,
ফিরে আসে পরিচিত ভোর, জীবন আবার হাসে তুমুল ভাবে।

Comments
Post a Comment