বৃন্তচ্যুত - চিত্র দীপ বসু
ঝুল বারান্দায়, মরা বিকেলের আলপনা,
নেভা আলো ক্রমে, আঁধার জঠরে হারায়,
চুপকথাদের চুপি চুপি আনাগোনা,
প্রকৃতির সুধা, উজানির স্রোতে ধায়।
আলোয় ভরানো, সাজানো পৃথিবী তোমার,
ছুঁয়ে থাকি স্মৃতি,নিবিড় গহন আঁধারে,
মনকথা যত, গোপনে তোমার আমার,
ভেসে চলে গেছে, সুদূর বিজন বাহারে।
ভেজা ভেজা যবে মন খারাপের ব্যথা,
মনের সে কথা, মনের বন্ধ দুয়ারে,
অবেলায় সাজে কোন কাহনের কথা,
অজানার পথে হারাবে কথা সায়রে।
একফালি আলো, হঠাৎ সোনালী ভোরে,
স্বপন সায়রে বিলীন তোমাতে আমি,
কুয়াশা ভেজায় আধো নিদ্রাকে ধীরে,
ঊষার ভেলায়, নবারুণ আসে নামি।
ইচ্ছেরা যবে কোলাজের কোলে শোয়া,
বুকের আগুন, নীরবে এ মন পোড়ায়,
পাওয়ার গভীরে, ক্ষতে ভরা না-পাওয়া,
দুটি হাত তবু,আলোর দিশায় বাড়ায়।

আপ্লুত
ReplyDelete