বর্ষায় নিমন্ত্রণ - শাকের নাজির
তুমি এসো এক ঝুম বর্ষায় সন্ধ্যা মালতী হয়ে।
এসো পাতা ছুঁয়ে চুঁইয়ে পড়া জলবিন্দু হয়ে।
এসো জল জমা উঠোনে হাসের খেলা হয়ে।
তুমি এসো মেঘদূত হয়ে মেঘেদের শাব্দিক ঝিলিকে, এসো মেঘ-রোদ্দুর লুকোচুরিতে
উঁকি দেয়া সূর্য-আভার ধূসর রঙ মেখে।
তুমি এসো বালকের দুষ্টুমির ভেলায় চড়ে।
তুমি এসো আধ ভেজা অষ্টাদশীর তনু হয়ে।
তুমি এসো টুপটাপ শব্দে অবিরাম বর্ষণরত কার্তিকের অলস দুপুরে হেয়ালি বৃষ্টি হয়ে।
এসো কদম কেয়ার সৌরভ মেখে নকশিকাঁথায় চঞ্চলা কিশোরীর ভাবনার নকশা হয়ে।
তুমি এসো এক বর্ষণমুখর বর্ষায়?

Comments
Post a Comment