নামকরণ - সাথী

এই শহরে আমি অভাব বলতে যা বুঝি- 

আমি তাদের নাম দিয়েছি ভালোবাসা


এই শহরে আমি ঘৃণা বলতে যা বুঝি-

আমি তাদের নাম রেখেছি সম্পত্তি, মালিকানা


এই শহরে যা কিছু অভ্যেস, যা কিছু ভাবায় খুব- 

তাদের আমি স্মৃতি বলি

এই শহরে যারা বুঝেও না বোঝার ভান করে নিজের -

বোঝা চাপিয়ে দেয় অন্যের ঘাড়ে- 

তাদের আমি গনতন্ত্র বলি


এই শহর যখন জল থৈ থৈ, বজ্রপাতে কান ঢাকা দায়- তখন জলের মানে মিছিল বুঝি, বজ্রপাত কে শ্লোগান ভাবি


এই শহরে, একমুঠো ভাতের জন্য যারা মরে যায়

তাদের আমি শহীদ বলি।

Comments

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

বিরিয়ানি - চিত্রদীপ বসু

To be safe from Shirk read these dua three times.