নামকরণ - সাথী
এই শহরে আমি অভাব বলতে যা বুঝি-
আমি তাদের নাম দিয়েছি ভালোবাসা
এই শহরে আমি ঘৃণা বলতে যা বুঝি-
আমি তাদের নাম রেখেছি সম্পত্তি, মালিকানা
এই শহরে যা কিছু অভ্যেস, যা কিছু ভাবায় খুব-
তাদের আমি স্মৃতি বলি
এই শহরে যারা বুঝেও না বোঝার ভান করে নিজের -
বোঝা চাপিয়ে দেয় অন্যের ঘাড়ে-
তাদের আমি গনতন্ত্র বলি
এই শহর যখন জল থৈ থৈ, বজ্রপাতে কান ঢাকা দায়- তখন জলের মানে মিছিল বুঝি, বজ্রপাত কে শ্লোগান ভাবি
এই শহরে, একমুঠো ভাতের জন্য যারা মরে যায়
তাদের আমি শহীদ বলি।

Comments
Post a Comment