ছেলেবেলা - অরবিন্দ সরকার
ভবিষ্যতের প্রথম বেলা ছেলে বেলা!
দিনের প্রথম বেলা জানান দেয়
সারাদিনের খেলা?
বীজের অঙ্কুরে যত্নবান, পরিচর্যা, সাবলীল গতি
পরিচ্ছন্ন মুক্তবায়ূ ,তপনতাপ,
ধাপ প্রথম বেলা?
নির্দিষ্ট মাত্রায় সেবা,
হাসিখুশির দিগ্বিদিকজ্ঞানশূণ্য
সীমাহীন অতিক্রম!
পর্যাপ্ত অনুশীলনের দাস!
তর্জনীর ব্যবহার, চোখরাঙানির অপব্যবহার ,এগুলি বর্জন!
ধূলোবালি মাখামাখি, মাটির
সংস্পর্শে হাঁটা হাঁটি ,
ছেলেবেলার দূষনমুক্তি!
ভবিষ্যতের প্রথম বেলা, নয় হেলাফেলা ,ফিরে আসুক প্রতিবেলা !!
লেখক অরবিন্দ সরকার কে শব্দের নির্মাণের পক্ষ থেকে আকাশ সমান ভালোবাসা ও শুভকামনা।
সিলেট, বাংলাদেশ।

Comments
Post a Comment