আবার যদি ফিরে আসো - সুশোভন আদক
আবার যদি ফিরে এসো পূর্ণিমা রাতে
চাঁদের আলোর জ্যোৎস্না গায়ে মেখে
তুমি হবে আমার কাব্যের মেঘ বালিকা
বাতায়নের দ্বারে থাকবে সারারাত বসে ।
আবার যদি ফিরে এসো বৃষ্টির দিনের রাতে
খোলা এলো চুলে সুবাস গন্ধ গায়ে মেখে
লক্ষ্মীপেঁচা ডাকবে শিমূল গাছের ডালে
বিন্নিধানের খই থাকবে উঠোন দালান টাতে ।
আবার যদি ফিরে এসো মেঘমল্লার হয়ে
কালোমেঘের সঙ্গী হয়ে যক্ষ্মপ্রিয়ার দেশে
বন ময়ূর পেখম তুলে দাঁড়িয়ে থাকবে কত
জোনাকি পোকা আসর পাতে বনের পরে শত ।
আবার যদি ফিরে এসো গাঁয়ের বধূ হয়ে
সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে লাল আলতা পায়ে
দিনের শেষে বাড়ি ফিরে আবার দেখা হবে
তখন গ্রাম্য বধূর পূজোর মালা গাঁথা শেষ হবে

Comments
Post a Comment