বাবা - অরবিন্দ সরকার
সৃষ্টি কর্ত্তা ,বিধাতা ! সারাজীবন
লড়াই ক'রে ক'রে সংসারের সেবা!
কার কি প্রয়োজন, মানেনা
সময় দিনক্ষণ।
বানী তার শুনি , পরিশ্রমের বিকল্প নাই!
আহারে আহা! কেউ বলার নাই!
সবার শেষে খাওয়া,কারো
নজর নাই!
তিনিই বাবা !
সকালে ঘুম ভাঙ্গার আগেই
তাঁর যাত্রা!
পাখীরা নীরে ফেরার পরে,
ধীরে ধীরে ফেরা !
উঃ আঃ শব্দ নেই, পাছে কারো ব্যাঘাত ঘটে তাই মার্জার পদনিক্ষেপ!!
অবসর নেই, ক্লান্তি নেই শরীরে!
যত্ন নেবার সবাই আছে,তার-
যত্নের অভাব উঁকি মারে দরজা,দেওয়াল!
পিঠ ঘসে ওখানেই, মাথা ঠুকে মরে ওখানেই! কান্নার অশ্রু
কেউ দেয়না সামাল?
পাঁজরের হাড়ে, কঙ্কালসার চিহ্ন!
বাবাকে কাঁদতে নেই , তাই তিনি পথপ্রদর্শক অভিন্ন!
প্রতিরূপ হয়না বাবার স্থান,
তাঁর চোখে পরিবার সমান!
শুধু তিনি ছাড়া !
সৃষ্টিকর্তা মহান! দিনরাত সমান!
আহার বিহার তাঁর জন্য নয়!
জীব দিয়েছেন যিনি- আহার দেবেন তিনি!
তাই তাঁর দাসখত্ ! সংসারের ভারে নূব্জ কুব্জ বংশের ক্রীতদাস !!
লেখকঃ- অরবিন্দ সরকার।
পশ্চিমবঙ্গ, ভারত।
শব্দের নির্মাণ এর পক্ষ থেকে লেখকের জন্যে শুভ কামনা আকাশ সমান।
সিলেট, বাংলাদেশ।
আমাদের ব্লগে আপনার লিখাও আমাদের ব্লগে প্রকাশ করতে পারেন.?

Comments
Post a Comment