বাবা - অরবিন্দ সরকার

সৃষ্টি কর্ত্তা ,বিধাতা ! সারাজীবন

লড়াই ক'রে ক'রে সংসারের সেবা!

কার কি প্রয়োজন, মানেনা 

সময় দিনক্ষণ।

বানী তার শুনি , পরিশ্রমের বিকল্প নাই!

আহারে আহা! কেউ বলার নাই!

সবার শেষে খাওয়া,কারো 

নজর নাই!

তিনিই বাবা ! 


সকালে ঘুম ভাঙ্গার আগেই

তাঁর যাত্রা!

পাখীরা নীরে ফেরার পরে,

ধীরে ধীরে ফেরা !

উঃ আঃ শব্দ নেই, পাছে কারো ব্যাঘাত ঘটে তাই মার্জার পদনিক্ষেপ!!

অবসর নেই, ক্লান্তি নেই শরীরে!

যত্ন নেবার সবাই আছে,তার-

যত্নের অভাব উঁকি মারে দরজা,দেওয়াল!

পিঠ ঘসে ওখানেই, মাথা ঠুকে মরে ওখানেই! কান্নার অশ্রু

কেউ দেয়না সামাল?

পাঁজরের হাড়ে, কঙ্কালসার চিহ্ন!

বাবাকে কাঁদতে নেই , তাই তিনি পথপ্রদর্শক অভিন্ন!

প্রতিরূপ হয়না বাবার স্থান,

তাঁর চোখে পরিবার সমান!

শুধু তিনি ছাড়া !

সৃষ্টিকর্তা মহান! দিনরাত সমান!

আহার বিহার তাঁর জন্য নয়!

জীব দিয়েছেন যিনি- আহার দেবেন তিনি!

তাই তাঁর দাসখত্ ! সংসারের ভারে নূব্জ কুব্জ  বংশের ক্রীতদাস !!


লেখকঃ- অরবিন্দ সরকার। 

পশ্চিমবঙ্গ, ভারত। 


শব্দের নির্মাণ এর পক্ষ থেকে  লেখকের জন্যে শুভ কামনা আকাশ সমান। 

সিলেট, বাংলাদেশ। 


আমাদের ব্লগে আপনার লিখাও আমাদের ব্লগে প্রকাশ করতে পারেন.?  

লেখা পাঠাতে ক্লিক করুন.?

Comments

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

বিরিয়ানি - চিত্রদীপ বসু

To be safe from Shirk read these dua three times.