অপেক্ষা - তন্ময় হালদার
অপেক্ষা তুমি বড়ই অদ্ভুত এক শব্দ,
তোমায় চয়ন করা নয়কো কম শক্ত।
গরীব কৃষক দিন গোনে,
করতে থাকে তাঁর কষ্টের ফসলের অপেক্ষা।
বৃদ্ধাশ্রমে থাকা কোনো এক হতভাগ্য বাবা-মা,
করতে থাকে তাঁদের একমাত্র ছেলের অপেক্ষা।
মধ্যবিত্ত পরিবারের বেকার ছেলে বা মেয়েটা
করতে থাকে একটা ছোট্ট চাকরির অপেক্ষা।
তবে তোমায় যারা করতে পেরেছে আপন,
সফলতার আলোয় পূর্ণ করেছ তাদের চেতন;
অনেকের আবার গোধূলির শেষ আলোয় ভিজে গেছে নয়ন।
অপেক্ষা তুমি বড়ই অদ্ভুত এক শব্দ,
শুধু শব্দ বললে অনেক কিছু কম হয়ে যাবে হয়ত।
দীনদুখী মা ভিটেয় বসে কাঁথা বুনতে বুনতে,
করতে থাকে বিদেশ থাকা তাঁর ছেলের অপেক্ষা।
প্রেমিক তাঁর অন্তর-আকাশে সপ্নের তুলি বোলাতে বোলাতে,
করতে থাকে তাঁর মনের মানুষের অপেক্ষা!
জীবনের প্রতিটি কর্মে প্রতিটি মুহূর্তে,
তোমার দ্বারস্থ হতে হতে আজ মোরা বড়ই ক্লান্ত;
তবে সফলতার ইচ্ছেয় বারেবারে সঙ্গ নিয় নিতান্ত।
অপেক্ষা সবার!
অপেক্ষা আমার, অপেক্ষা তোমার।


Comments
Post a Comment