মা - অরবিন্দ সরকার

তোমায় কবে দেখবো মা ? ছটফট করছি বাইরে বেরুতে !

দশমাস সেতো অনেক পথ , ঠিক আছে মা , চেয়ে রবো নিলাম শপথ!!

মা কি খেলে এখন খুব মিষ্টি,-- 

আম ও---- । এ ফলের রাজা ?

আচ্ছা তেঁতো ও তুমি খাও ? ঝাল ও খাও ? টক ফল সেটাও খাও ।

আচ্ছা মা সব ফলের স্বাদ এক নয় ! নানারকমের নানা বর্ণের তাইনা ??

হ্যাঁ যেমন সব মানুষই মানুষ না ? সব মানুষ সমান না সেরকম?

তাই বুঝি ! তাহলে মায়ের মতো স্নেহ মমতা ভরা আর কে আছে ?

মায়ের মতো কেউ নেই ? সে একা শুধুমাত্র একা মৃন্ময়ী চিন্ময়ী মা !! শুধু মাত্র পেটের যন্ত্রণার আর্তনাদ !! 

মা তুমি খুব ভালো বলো ! কতো গল্প বলো আমি শুনি। তুমি ঘুমাও আমিও তোমার সঙ্গেই ঘুমাই ।

তুমি কাঁদো কেনো গো ? আমার কষ্ট হয় ! আমি দুঃখ ভালোবাসিনা ? হাসতে খেলতে চাই ?

ওমা শুনছো আর কতোদিন মা ? এখনো দশ মাসের পথ কি দূরে ? কতো দূরে মা ? আর পারছিনা তোমার মুখ দেখবো বলে চেয়ে আছি ??

মা তুমি যা খাও আমি তাই খাই ? তোমার সঙ্গে কি আমার নাড়ীর যোগাযোগ ? কি খেলে মা ? ভেতরে গরম যন্ত্রণা ছটফট করছি মাগো ? তোমার কষ্ট হচ্ছে না ? আমি কি আর তোমার মুখ দেখতে পাবোনা ?

 তোমরাও হিংস্র পশু । এতো খেয়েও পেট ভরলো না ? আমাকেও খাবে ? পারছিনা মা ?



তুমি সব সহ্য করলে আমার জন্য তোমার এতটুকু প্রাণ হাহাকার করলোনা ?

ও তুমি করোনি !! তোমার উপর অত্যাচার করেছে ? যাতে আমি আসতে না পারি ধরায়?

পারছি না মা আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে? মা কোথায় যাচ্ছি আমি ? এতো গরম ! মা পুড়ে যাচ্ছি ! 

তোমরা নিও না মা !! তবে আমি আসবোই আসবো ফিরে ? বারেবারে ! মহামারী, প্রলয় , ধ্বংসাত্মক রূপ নিয়ে !!

গর্জে উঠবো তোমাদের বুকে শুল দিয়ে ! মানুষ যে পশুর অধম, সৃষ্টি তছনছ করে !, গড়তে চাইনা ধ্বংস করে , হত্যা করে তার সৃষ্টি উন্মাদনায়!!


বাংলাদেশ থেকে শব্দের নির্মাণ এর পক্ষ থেকে লেখকের জন্যে আকাশ সমান ভালোবাসা।  

Comments

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

বিরিয়ানি - চিত্রদীপ বসু

To be safe from Shirk read these dua three times.