শূণ্যতা - আবদুর রহমান

নিয়ম করে এখন আর কবিতা লেখা হয়না। 

কারণ কবিতা লিখতে গিয়ে যে আপনাকে লিখে ফেলি।
জানেন! এখন আর আকাশ দেখাও হয়না।
কারণ, ঐ দূর আকাশে তাকালে আপনিই যেন ভেসে উঠেন।

সেই দিন গুলোর মতো চাঁদনী রাতে পাতার ফাঁকে ফাঁকে চাঁদও দেখা হয়না।
দেখতে গেলেই যে চাঁদ আপনাকে ভাবায়।
আপনি বিহীন যাইনা ওই মেঘনার পাড়েও।
মেঘনার জলে তাকালে অজান্তেই চোখে জল আসে।


হাঁটা হয়না গোধূলি বেলাতেও।
কারণ গোধূলি আমি দেখতে পাইনা।
দেখি শুধু কালো অন্ধকার। সে অন্ধকারে আপনি বিদায় জানিয়ে চলে যাচ্ছেন।

আপনি বিহীন বৃষ্টিতে ভিজলে বৃষ্টি তো না, যেন গায়ে কাঁটা পড়ে। আর আকাশ গুড়ুম গুড়ুম আওয়াজ, যেন বুকের ভেতর হাহাকার আপনার জন্য।
তাই এখন বৃষ্টিতেও ভিজিনা। এক আকাশ শূন্যতা নিয়ে পড়ে থাকি অন্ধকারে।


ধন্যবাদ! ভালোবাসায় শব্দের নির্মাণ এর সাথে থাকুন।

Comments

  1. কৃতজ্ঞতা শব্দের নির্মাণ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

বিরিয়ানি - চিত্রদীপ বসু

To be safe from Shirk read these dua three times.