রাজাকার - শরিফুল ইসলাম

এই বাংলা আমার দেশ না, আপনি বরং আমায় রাজাকার বলেই ডাকুন!

সাড়ে ছাপ্পানো হাজার বর্গ মাইলের এই দেশ, আমার না!

আমি তো রাজাকার, রাজাকারের বাচ্চা রাজাকার!

বিশ কোটি জনতা, যারা এ দেশে বাস করে; এ দেশ তাদেরও না!

এই দেশ কিছু চেতনা বাজদের একার, 

যারা এয়ারকন্ডিসনে বসে দেশের বারোটা বাজাচ্ছে।


আমি বললাম, কোটার সংস্কার চাই; মেধার সঠিক মূল্য চাই।

তারা আমাকে গুম করলো, জলে ডুবিয়ে মারলো!

সবশেষে রাজাকার বলে সম্বোধন করলো!

কারণ আমি দেশের, দশের ভালো চেয়েছি, তাদের না।

কারণ আমি, যোগ্য ব্যক্তির জন্য যোগ্য দাবী করেছি; চামচামি করিনি।


তারপর বললাম, নিরাপদ সড়ক যাই, যত্রতত্র পিষিয়ে দেবার অবসান চাই।

তারা লাঠিচার্জ করলো, বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে আসলো।

দেখলো কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না,

তাই জাতির সামনে বলে উঠলো; আমি রাজাকারের বাচ্চা রাজাকার!


আমি এখন দেশ ছেড়েছি, কিংবা বলি দেশ ছাড়তে বাধ্য হয়েছি; 

কারন দেশটা তো ভাই আমার না! দেশটা ওদের, ওদের বাপের!

যাদের জন্য এতকিছু করেছি, দিন শেষে দেখেছি; 

তারা সব কাপুরুষ!

মৃত্যুর ভয়ে সত্য বলে না, মেয়ের ইজ্জৎ যায়; কিন্তু মুখ খুলে না।

মায়ের সামনে সন্তানরে কোপায়, মায় আর্তনাদ করে না; 

পাছে মেয়ের ইজ্জৎ যাবার ভয়!

কারণ দেশে আইন নাই, আদালতে সুষ্ঠ বিচার নাই; সত্যের কোনো দাম নাই!


বইঃ- প্রেম ও দ্রোহ। 

শ্রীগ্রই আসছে, দেশের জনপ্রিয় সকল অনলাইন বুক শপে পাওয়া যাবে!    

Comments

Post a Comment

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

বিরিয়ানি - চিত্রদীপ বসু

To be safe from Shirk read these dua three times.