আমন্ত্রণ - ফাহাদ আহমেদ
এরকম বিষন্নতা আমি চাইনি,
এরকম মন খারাপটাও চাইনি;
চাইনি এমন কঠোরতা,
একটুখানি কোমলতাই তো চেয়েছিলাম।
আমি কখনোই প্রচন্ড রোমান্টিক প্রেমিকা চাইনি, কিংবা চাইনি সস্তা ন্যাকামোয় ভরা মাখামাখি করে লেপ্টে যাওয়া সিনেমার প্রটোটাইপ;
আমি চাইনি মাত্রাতিরিক্ত উষ্ণতায় মেতে-ঘেমে-নেয়ে-একাকার হতে, চেয়েছিলাম কিঞ্চিত স্নিগ্ধতা আর মমতার হাইপ।
মডার্নিজমের কথা কম কাজ বেশী মন্ত্রে আলোড়িত হয়ে প্রেমিকার কোমর দু'পায়ে পেচিয়ে স্তনযুগল লালসার রসে ভিজিয়ে আমি হতে চাইনি বন্য,
বরঞ্চ চেয়েছিলাম একটুখানি আদর-উষ্ণতার পরশ;
মাঝেমধ্যে কোলে মাথাখানি গুজে, চোখ বুজে শুয়ে, তোমাকে দিয়ে অভদ্র চুলগুলো টানিয়ে নিয়ে কল্পনার কল্পাকাশে হতে।
অ হে প্রেমিকা জানো? কত প্রেমপিয়াসী আছে বর্তমান তোমার, যারা তোমার দিকে তাকিয়ে বত্রিশ-ছত্রিশ-চৌত্রিশের হিসেব নিয়ে হয় কনফিউজড;
আর আমি? আমি দেখি তোমার কপাল-গাল-নাক-গলা বেয়ে নেমে যাওয়া ক্লান্তির ঘাম, তোমার একগ্লাস লেবুপানির প্রয়োজন মিটিয়ে ছত্রিশ ইঞ্চির নিচে যে কম্পাংকের সৃষ্টি হয় তা থেকে তরাঙ্গাকারে বেরিয়ে আসা হাজারটা কথার মালা অনুধাবন করতে গিয়েই আমি হই ফিউজড।
বিনিময়ে কি চাই আমি তা কি তুমি বুঝো?
নাকি বুঝেও না বুঝার ভাণ ধরে সাধু সাজো?
যদি বুঝো তাহলে আমন্ত্রন জানাই-
একরাতের প্রেমে মত্ত হয়ে তোমার অন্তর্বাসের ফিতা পশুর মতো টেনে ছিড়ে নিব না,
বরং তোমার জীবনের শেষ সঙ্গমের পরে ব্রা'এর ফিতা সযত্নে এটে দিব;
তারপর বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো, তুমি একদম-ই ভেবনা।
এরকম মন খারাপটাও চাইনি;
চাইনি এমন কঠোরতা,
একটুখানি কোমলতাই তো চেয়েছিলাম।
আমি কখনোই প্রচন্ড রোমান্টিক প্রেমিকা চাইনি, কিংবা চাইনি সস্তা ন্যাকামোয় ভরা মাখামাখি করে লেপ্টে যাওয়া সিনেমার প্রটোটাইপ;
আমি চাইনি মাত্রাতিরিক্ত উষ্ণতায় মেতে-ঘেমে-নেয়ে-একাকার হতে, চেয়েছিলাম কিঞ্চিত স্নিগ্ধতা আর মমতার হাইপ।
মডার্নিজমের কথা কম কাজ বেশী মন্ত্রে আলোড়িত হয়ে প্রেমিকার কোমর দু'পায়ে পেচিয়ে স্তনযুগল লালসার রসে ভিজিয়ে আমি হতে চাইনি বন্য,
বরঞ্চ চেয়েছিলাম একটুখানি আদর-উষ্ণতার পরশ;
মাঝেমধ্যে কোলে মাথাখানি গুজে, চোখ বুজে শুয়ে, তোমাকে দিয়ে অভদ্র চুলগুলো টানিয়ে নিয়ে কল্পনার কল্পাকাশে হতে।
অ হে প্রেমিকা জানো? কত প্রেমপিয়াসী আছে বর্তমান তোমার, যারা তোমার দিকে তাকিয়ে বত্রিশ-ছত্রিশ-চৌত্রিশের হিসেব নিয়ে হয় কনফিউজড;
আর আমি? আমি দেখি তোমার কপাল-গাল-নাক-গলা বেয়ে নেমে যাওয়া ক্লান্তির ঘাম, তোমার একগ্লাস লেবুপানির প্রয়োজন মিটিয়ে ছত্রিশ ইঞ্চির নিচে যে কম্পাংকের সৃষ্টি হয় তা থেকে তরাঙ্গাকারে বেরিয়ে আসা হাজারটা কথার মালা অনুধাবন করতে গিয়েই আমি হই ফিউজড।
বিনিময়ে কি চাই আমি তা কি তুমি বুঝো?
নাকি বুঝেও না বুঝার ভাণ ধরে সাধু সাজো?
যদি বুঝো তাহলে আমন্ত্রন জানাই-
একরাতের প্রেমে মত্ত হয়ে তোমার অন্তর্বাসের ফিতা পশুর মতো টেনে ছিড়ে নিব না,
বরং তোমার জীবনের শেষ সঙ্গমের পরে ব্রা'এর ফিতা সযত্নে এটে দিব;
তারপর বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো, তুমি একদম-ই ভেবনা।



ধন্যবাদ ও ভালোবাসা অনিঃশেষ ❤
ReplyDelete