ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দেয়ার আগে তার কথা শুনুন- মোবারক আকাশ

মানুষ হিসেবে মা হারা মাসুম বাচ্চাটার এত বড় অভিশাপের বোঝা বইবার বোবা কান্না সহ্য করবার শক্তি যেন পাচ্ছি না..!! 
সত্যিই এই খবরটা যে.. হৃদয়ের কোন জায়গায় আঘাত করে, তা নির্দিষ্ট করে বলে বুঝানো যাবে না..!! এই রকম হয়ত আমার মতো সবার ই বেলায় হচ্ছে..এই ঘটনায়..!!


আমরা কি ভেবে দেখি, সারাজীবনের জন্য একটি হত্যার দায় ও স্মৃতি ঘাড়ে নিলাম..!! সারাজীবন ঘুমাতে পারবেন...!!? একবারও কি কানে বাজবে না..চার বছরের বাচ্চা টা মা মা ডাক.. , স্রেফ সন্দেহের বশে হত্যা করা ব্যক্তির আর্তচিৎকার.. আমি নির্দোষ.. আমি ছেলে ধরা না...!!
স্বপ্নে কি আসবে না তার বাঁচার আকুতি, বিবেকের কাঠগড়ায় কি প্রশ্ন জাগবে নাহ.. কি করলাম...,কেন করলাম...!!
আমরা পশু হয়ে যাচ্ছি বলে পাষণ্ড গুলোকে পশু বলে পশু কে অপমান কইরেন না..। পশু সমাজ এরচেয়েও ভালো। মমতাবোধ আছে অন্ততঃ..!!
আমরা হিংস্র পিশাচ হয়ে যাচ্ছি..!!


আমরা সন্দেহের বশে এ কি করছি..!!??
কোথায় যাচ্ছে আমাদের বিবেক, কি সমাজ রেখে যাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে, রেণুর অসহায় চার বছরের কন্যা শিশুর সারাজীবনের জন্য একটা খুনী জাতি হিসেবে চিহ্নিত হয়েই রয়ে গেলাম..!!
নিজের বিবেকের কাছে এমন হাজারো প্রশ্নের সম্মুখীন গেলাম রেণুর অসহায় আর বাবা মা হারা মাসুম বাচ্চাটার কাছে..!!??!!??
শুধু বলবো, মহান আল্লাহ পাক আমাদেরকে/আপনাদের কে অমানুষ থেকে মানুষ বানাক...।
ভেজা চোখে ছলছল করে এই স্ট্যাটাস লিখতে হলো..!! অনুতপ্তে অপরাধী মনটা ধরফর করে কাঁপছে..চিক চিক করে বুকের ব্যাথা টা বৃদ্ধি পাচ্ছে.. !! চোখের কোণে জমানো অশ্রু কখন যে অজান্তে গড়িয়ে কখন যে মোবাইল স্ক্রিনে বেয়ে পড়ল..বুঝতেই পারলাম না.. !!

Comments

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

বিরিয়ানি - চিত্রদীপ বসু

To be safe from Shirk read these dua three times.