মনে রেখ - সৈয়দ রিয়াজ আহমেদ
মনে রেখ হে নদী
পাশের আদসাদা ব্রিজ,
কচুরিপানা, নাম না জানা
দেওয়ালের লেখা সিরিজ!
হেটে চলা পথ
তার মাঝে শপথ,
মনের অজান্তে হাসি!
মনে রেখ! বুকফাটা কাশি!
মনে রেখ চোখ
নিচের সাদামাটা মুখ,
ভুলে যাবে নাতো
চোখের গড়িয়ে পড়া দুখ!
নেই আপন জন
হয়নি তাই বিয়োজন,
মনে রেখ জড়িয়ে থাকা
সেই আইয়োজন!
ভুলে যেও তুমি
কোন অভিমান,
সুখের সাথে লড়াই
এখন সময় আমি হারাই।

To much Nice
ReplyDelete