Narrated `Abdullah: The Prophet (ﷺ) said, "A woman should not look at or touch another woman to describe her to her husband in such a way as if he was actually looking at her."
আমি শূন্যে বেচে থাকা এক শব্দ শ্রমিক! রুদ্র আমার গুরু, আমি তার ছন্নছাড়া এক শিষ্য! ছোট্ট জীবনে আমার, পূর্ণতার কোঠা শূণ্যের খাতায়! চারিদিক শুধু অপূর্ণতায় পরিপূর্ণ। তাই শূন্য থেকে এসে, এখন শূন্যে যাবার জন্য লড়ছি! আবার কেউ কেউ আমায় কবি বলে ডাকে, আমি কবি, শব্দের হাতুড়ি পিটিয়ে; আগুন জ্বালাই! বিভ্রম এই পৃথিবীতে শব্দরা অট্টহাসে, কারণ ওইদিকে পাণ্ডুলিপি করে আয়োজন। আমি কবি কিংবা আমি কবি নই, আমি এক উন্মাদ! আমি গল্পের আদোলে কবিতা লিখি, কবিতার আদোলে পাপির পাপ খোলাসা করি! নেতা আমায় কাগজ ছুঁড়ে দেয়, যেনো কলম থামাই! ধর্ষক মৃত্যু দেখায়, যেনো সত্য না লিখি! কিন্তু সে জানে না, রাতদিন; আমি যমদূতের সাথে বসে আড্ডা দেই, খোশগল্প করি! কারণ আমি শূন্য থেকে এসে, এখন শূন্যে যাবার জন্য লড়ছি! Our Another blog ↓ Megh Piyeoon
বিয়ে-শাদির অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন নানান ভঙ্গিতে ছবি তুলতে থাকে, আমি তখন একটু দূরে বসে তাকিয়ে থাকি। বর-কনে হাসোজ্জল মুখে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলে! আমি তাদের সুন্দর হাসির দিকে তাকিয়ে থাকি! কতো ভাবনায় হারিয়ে যাই! আমার মনে হয়, আহারে! এই সুন্দর হাসোজ্জল মেয়েটা আজকের এই দিনে বর হিসেবে অন্য কাউকে চেয়েছিলো হয়তো! এই যে শেরওয়ানি পরা ছেলেটারও স্বপ্ন ছিল তার পছন্দের সেই মানুষটার সাথে তার বিয়েটা হোক! হয়তো ছেলেটার চাকুরী পেতে দেরি হওয়ায় তার সেই পছন্দের মানুষটা অন্য কারো হয়ে গেছে! এসব নানান ভাবনা আমার মাথায় ঘুরঘুর করে! আমি সমাধানের পথ খুঁজি! আমার মাথায় ভাবনা আসে,আসলে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন! এই ছেলেটার সাথে এই মেয়েটার তাকদির লেখা ছিলো বলেই তাদের বিয়েটা হয়েছে! তারা যদি আপন রবের ফায়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, তাহলে তাদের আগামীর দিনগুলো অনেক সুন্দর হবে! বস্তুত রবের ফায়সালা মেনে নেওয়ার মধ্যেই রয়েছে কল্যাণ ও কামিয়াবি! ~আদনান Our Another blog ↓ Megh Piyeoon
পঞ্চম শ্রেণির ক্লাস। শিক্ষক আসার আগে ফাস্ট বয় সোহান নিজের বেঞ্চ ছেড়ে সামনে দাঁড়িয়ে হাত তুলে সবাইকে শান্ত করে প্রস্তাব দিল, ‘বন্ধুরা, আজ স্কুলে আসার সময় আমি রাস্তায় দশ টাকা কুড়িয়ে পেয়েছি। টাকাটা রতনকে দিয়ে দিই? রতন এদিকে আয়।’ সোহানের কথায় রতন তৃতীয় বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে টাকা নিতে অসম্মতি জানিয়ে পাল্টা প্রশ্ন করল, ‘কুড়িয়ে পাওয়া টাকা আমি নিব কেন?’ সোহানকে করা রতনের প্রশ্ন শুনে ক্লাসের সবাই হাসতে শুরু করল। দুবছর হতে চলল। রতনের বাবা-মা ব্র্যাক অফিসে ঋণের টাকা তুলতে যাবার সময় গোল চত্বরের কাছে রিক্সাচালক সিগন্যাল ভুল করলে ডানদিক থেকে আড়াআড়িভাবে আসা একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা মারে। ঘটনাস্থলেই রতনের মা আর রিক্সাচালক মারা গেলেও রতনের বাবা বেঁচে যান। অনেক টাকা খরচ করে রতনের বাবার নিঃশ্বাস নেয়ার শক্তি টিকে গেলেও পা দুটো চিরদিনের মতো অসাড় হয়ে গেল। তিন ভাই-বোনের মধ্যে রতন বড়। স্কুলে আসার সময় রতন হুইল চেয়ার ঠেলে বাবাকে থানার মোড়ে নিয়ে আসে। স্কুল ছুটি হলে ফেরার পথে নিয়ে যায়। সংসার চালানোর জন্য রতনের বাবা থানার মোড়ে ভিক্ষে করে। টাকা নিতে অস্বীকার করে রতনের প্রশ্নের প্রতিউত...
তুই কি আমার দুঃখ হবি? এই আমি এক উড়নচণ্ডী আউলা বাউল রুখো চুলে পথের ধুলো চোখের নীচে কালো ছায়া। সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি। তুই কি আমার দুঃখ হবি? তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি? মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি? তুই কি আমার খাঁ খাঁ দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাকপিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি? একটি নীলাভ এনভেলাপে পুড়ে রাখা কেমন যেন বিষাদ হবি? তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি? নরম হাতের ছোঁয়া হবি? একটুখানি কষ্ট দিবি? প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায় কথা দিয়েও না রাখা এক কথা হবি? একটুখানি কষ্ট দিবি? তুই কি একা আমার হবি? তুই কি আমার একান্ত এক দুঃখ হবি? ~ তুই কি আমার দুঃখ হবি ~ আনিসুল হক Our Another blog ↓ Megh Piyeoon
এই পৃথিবীতে পিতা-মাতা আমাদের সবচেয়ে আপনজন। যাদের মাধ্যেমে আমরা এই পৃথিবীর আলো দেখতে পেরেছি। তাই আল্লাহর বিধান মতে তাদের প্রতি সদাচারণ করা অত্যাবশ্যক। হাদিসে বর্ণিত আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তবে এই কথাটি আমরা অনেকেই ভুলে যায়। যার ফলে বৃদ্ধ বয়সে অনেকেই বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাই সন্তানের উপর বাবা মায়ের সর্বমোট ১৪টি হকের কথা মুসলমান সন্তান হিসেবে এখনই জেনে নিন। পিতামাতার অধিকারের ব্যাপারে আল কুরআনের অনেক অংশে বলা হয়েছে। সৃষ্টিজগতে সন্তানের প্রতি সর্বাধিক অনুগ্রহ প্রদর্শনকারী ব্যক্তি হচ্ছেন পিতামাতা। পিতামাতাই সন্তানের সর্বাধিক আপনজন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে বলেন, “আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণ করার আদেশ দান করেছি, তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছেন এবং অতিকষ্টে তাকে প্রসব করেছেন।” (সূরা আহকাফ, ১৪) আল্লাহ তায়ালা অন্যত্র ইরশাদ করছেন, আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। [লুকমানঃ১৪] ★ পিতা মাতার প্রতি জীবিত অবস্থায় সন্তানের ৭ টি হক: ...
মন খারাপের বিষন্নতায় তোকে যে চাই , খিদের পেটে ডিনার পাতে তোকে শুধু চাই , কেউ যখন জিজ্ঞেস করে কি খাবি আয় মনের ভেতর থেকে তোর নামটাই পাই । আসুক যতই ঝড় ঝাপটা সামনে পেলে তোকে সব যে যাই আমি ভুলে , ব্যাথিত মনের অশ্রুকথা নিমেষে হয় দূর প্লেটভর্তি সুগন্ধি নিয়ে তোকে কাছে পেলে । হোক চিকেন কিংবা মটন তুমিই আমার প্রথম ফুড ক্রাশ , সামনে তোমায় পেলে ভুলে যাই সব পেট ভরে করে ফেলি গ্রাস । কেউ মজে ফ্রায়েড রাইসে কেউ বা চায় পোলাও মাংস, আমার মনে তুমিই সেরা গো বিরিয়ানী তোমার নামে সঁপেছি হৃদয়ের একাংশ ॥
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ' وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ Allahumma Inni Aujubika An Ushrika Bika Wana A'lam Wa Astagfiruka Lima La A'lam. Allah, I seek refuge with You lest I should commit shirk with You knowingly and I seek Your forgiveness for what I do unknowingly. (Amalul Yaumi wal Lailah; Ibnus sunni H-286)
Comments
Post a Comment