ধর্ষকদের কবলে স্বাধীন দেশটা -সৈয়দ সুজেল আহমেদ
আজ আমার স্বাধীন দেশে,
মা কাঁদে মেয়েও কাঁদে ধর্ষিতা হয়ে।
আজ স্বাধীন দেশের আকাশ দেখে
বিষন্নতায় মন ভরে।
আজ আমার স্বাধীন দেশে,
মা-মেয়েরা ধর্ষিতা হচ্ছে প্রতিনিয়ত রে।
আমার স্বাধীন দেশে ঠাঁই,
মিলে কেমনে ধর্ষকদের।
আজ আমার স্বাধীন দেশটা
ধর্ষকদেরি কবলে।
আর কত আমেনা,
আর কত শশি,
আর কত মিম,
আর কত রুবায়দারা ধর্ষিত হবে
আমার এই স্বাধীন দেশে?
মনুষ্যত্ব কতটা লোপ পেলে,
তিন বছরের শিশুকে ধর্ষণ করতে পারে।
আজ আমার স্বাধীন দেশটা
ধর্ষকদেরি কবলে।
স্বাধীন দেশটা আমার লক্ষ
মা-বোনের ইজ্জতে কেনা।
তবে কেন রে আজ আমার স্বাধীন
দেশে ধর্ষিতা হয় মা-বোনেরা?
স্বাধীন দেশটা আমার রক্তে
ভাসিয়েছিল ১৯৭১।
স্বাধীন দেশের পবিত্র মাটিতে
ধর্ষকের নাই কোনো ঠাঁই।
বাংলার বীর ছেলেরা জেগে উঠেছে আজ,
ধর্ষকেরা পার পাবে না আর।
মা-বোনদের উপর ধর্ষকেরা শকুন থাবা
বসাতে পারবে না আর।
যদি আর কোনো মা-বোনেরা ধর্ষিতা হয় রে,
ধর্ষকের রক্তে লাল হবে রে ত্রিভুবন জুড়ে।
ধর্ষকদের কবলে আর নয় আমার
স্বাধীন দেশটা রে।
স্বাধীন দেশটা আমার মুক্ত,
মুক্ত আমার মা-বোন।
স্বাধীন দেশে দেখতে চাই না গো
আমি আর কোনো ধর্ষিতা মা-বোন।
Comments
Post a Comment