বান্দার প্রতিশ্রুতি স্বীয় রব সমীপে - সৈয়দ মাসুম
আমরা আল্লাহকে একের পর এক কথা দিই। রামাদান
আসে রামাদান যায়, হজ্জ আসে হজ্জ যায়, কত মানুষ মারা যায়, কত চুক্তি শেষ হয়, অথচ প্রত্যেকবারই আমরা অযুহাত দেখাই আল্লাহর কাছে। তিনি আমাদের রব, যিনি প্রতিটা সময় আমাদের অপেক্ষায় থাকেন, কবে আমরা তার কাছে তাওবা করব, কবে আমরা ইয়া রাব বলে ডাক দিব। আর আমরা অপেক্ষায় থাকি, সবকিছু একটু গুছিয়ে উঠেই আল্লাহকে একটু সময় দিব, পরিবার, সন্তান, ব্যবসা সব সেটেল হয়ে গেলে ভাল হয়ে যাব। কিন্তু তার আগেই হয়ত আল্লাহর কাছে আমাদের হাজিরা দেওয়ার সময় চলে আসে।
তাই নিজেকে প্রশ্ন করুন আল্লাহর সাথে আপনার সম্পর্ক কেমন? আপনার নামায কেমন? কোরআনের সাথে সম্পর্ক কেমন? আপনার দীন কেমন? কারন যে দীনের উপর আপনি জীবন যাপন করবেন, সেই দীনের উপরই আপনার মৃত্যু হবে।
Comments
Post a Comment