৯৯ টি রোগে মুক্তির দোয়া


لا حول ولاقوة إلا بالله

লা হাওলা ওলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ্‌

আল্লাহর আশ্রয় ও শক্তি ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই

সহীহ বুখারী, হাদীস নং-৫৯৬৭

এ দোয়াটি হল, ৯৯টি রোগের চিকিৎসা। যার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তা ও পেরেশানী। (মিশকাত শরীফ খ. ২, পৃ. ২৩, হাদীস নং ২৩২০)
যখন বান্দা এ দোয়াটি পড়ে তখন আল্লাহ তা‘আলা ফেরেশতাদের বলেন, আমার বান্দা অনুগত হয়েছে এবং বিদ্রোহ ছেড়ে দিয়েছে। (মিশকাত শরীফ, হাদীস নং ২৩২২)
মুহাম্মদ ইবন মুকাতিল আবুল হাসান (র)......আবু মুসা আল আশ আরী (রাঃ) থেকে বর্নিত । তিনি বলেনঃ একবার নবী (সা) একটি গিরিপথ দিয়ে অথবা বর্ণনাকারী বলেনঃ একটি চুড়া হয়ে যাচ্ছিলেন, তখন এক ব্যাক্তি এর উগরে উঠে জোরে বললঃ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার । আবু মুসা বলেনঃ তখন রাসুল (সা) তার খচ্চরে আরোহী ছিলেন । তখন নবী (সা) বললেনঃ তোমরা তো কোন বধির কিংবা কোন অনুপস্হিত কাউকে ডাকছো না । অতঃপর তিনি বললেনঃ হে আবু মুসা অথবা বললেনঃ হে আব্দুল্লাহ আমি কি তোমাকে জান্নাতের ধনাগারের একটি বাক্য বাতলে দেব না? আমি বললাম, হ্যা, বাতলে দিন । তিনি বললেনঃ তা হলো “লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ । (সহীহ বুখারী, হাদীস নং-৫৯৬৭)

Comments

Popular posts from this blog

শূন্য - শরিফুল ইসলাম

ফাও আলাপ

ক্ষয় ~ শরীফ উদ্দীন

অঙ্ক - চিত্রদীপ বসু

অতৃপ্ত মন - সৈয়দ সানুর আহমেদ

তুই কি আমার দুঃখ হবি - আনিসুল হক

ক্ষমা প্রার্থনার দোয়া।

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

বিরিয়ানি - চিত্রদীপ বসু

To be safe from Shirk read these dua three times.