ক্রীতদাসকে বিয়ে দিলে দ্বিগুন সওয়াব।
আবূ মূসা আল-আশ‘আরী (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, যদি কারো কোন ক্রীতদাসী থাকে এবং সে তাকে উত্তম পন্থায় সুশিক্ষা প্রদান করে, তাকে শিষ্টাচার শিক্ষা দেয় উত্তম পন্থায়, তারপর তাকে আযাদ করে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাহলে সেই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব। (এমনিভাবে) কোন ক্রীতদাস যদি আল্লাহর হক (অধিকার) এবং তার মালিকের হক আদায় করে সেও দ্বিগুণ সওয়াব পাবে এবং আহলে কিতাবভূক্ত কোন ব্যক্তি যদি বিশ্বাস স্থাপন করে (ঈমান আনে) যা হযরত ঈসা (আলাইহি ওয়াসাল্লাম) নিয়ে এসেছিলেন এবং যা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন (আল্লাহর পক্ষ থেকে) তার প্রতি, তবে তার জন্যও দ্বিগুণ সওয়াব বা পুরস্কার থাকবে। (বুখারী, মুসলিম ও অন্যান্য)
Comments
Post a Comment