দুঃসংবাদ শুনলে যেই দোয়া পরিতে হয়।
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।"
আমরাতো আল্লাহরই এবং নিশ্চিতভাবে আমরা তাঁর নিকট প্রত্যাবর্তনকারী।
(সূরা বাকারা, আয়াত : ১৫৬)
হযরত আবু মুসা আসআরী (রাযিঃ) বর্ননা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যখন কাহারো শিশু সন্তান মারা যায় তখন আল্লাহ তায়ালা ফেরেশতাদিগকে জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দার সন্তানকে লইয়া আসিয়াছ? তাহারা আরজ করেন, জি হ্যাঁ। আল্লাহ তায়ালা জিজ্ঞাসা করেন, আমার বান্দা ইহার উপর কি বলিয়াছে? তাহারা আরজ করেন, আপনার প্রশংসা করিয়াছে এবং
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
পড়িয়াছে। আল্লাহ তায়ালা ফেরেশতাদিগকে হুকুম করেন যে, আমার বান্দার নিকট জান্নাতে একটা ঘর তৈয়ার কর এবং উহার নাম 'বাইতুল হামদ' অর্থাৎ প্রশংসার ঘর রাখ।
(তিরমিজী)
Comments
Post a Comment