Posts

Showing posts from June, 2019

To be safe from Shirk read these dua three times.

Image
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ' وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ Allahumma Inni Aujubika An Ushrika Bika Wana A'lam Wa Astagfiruka Lima La A'lam. Allah, I seek refuge with You lest I should commit shirk with You knowingly and I seek Your forgiveness for what I do unknowingly. (Amalul Yaumi wal Lailah; Ibnus sunni H-286)

ক্ষমা প্রার্থনার দোয়া।

Image
রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতি হবে’। اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ- উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রববী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা। অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার ওপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকা...

মুনাফিকের পরিচয় ও পরিণাম।

Image
মুনাফিকি তথা কপটতা একটি মারাত্মক রোগ। বিশ্বাসগত দিক থেকে কুফরির নিকৃষ্টতম প্রকার হলো মুনাফিকি। যার ভিতরের অবস্থা প্রকাশ্যের বিপরীত তাকে নিফাক বলে। যার মধ্যে নিফাক রয়েছে সে মুনাফিক। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকদের ওহীর মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। আজও মুনাফিকদের চরিত্র বর্তমান সমাজে রয়েছে। আর বতর্মান যুগে মুখোশ দ্বারী মুনাফিকদের সংখ্যা বেড়েই চলেছে দিন দিন। তাদের সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক কঠোর হুঁশিয়ারী দিয়েছেন। আর তাদের পরিনিতি হবে জাহান্নাম। ★ কুরআন ও সুন্নার আলোকে মুনাফিকির পরিচয় ও পরিণাম তুলে ধরা হলো- মুনাফিকের পরিচয় সম্পর্কে আল্লাহ বলেন, ‘তরা যখন ঈমানদার লোকদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। কিন্তু যখন নির্জনে তারা তাদের শাইতানদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে, আসলে আমরা তোমাদের সঙ্গেইে আছি, আর আমরা তাদের সঙ্গে ঠাট্টাই করি মাত্র। (সুরা বাক্বারাহ : আয়াত ১৪) হজরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, চারটি স্বভাব যার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক। আর যার মধ্যে উক্ত স্বভাবগুলোর কো...

Last three verses of Sura Hashor.

Image
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ Huwal-laahul-lazee laaa Ilaaha illaa Huwa 'Aalimul Ghaibi wash-shahaada; Huwar Rahmaanur-Raheem Huwal-laahul-lazee laaa Ilaaha illaa Huwal-Malikul Quddoosus-Salaamul Muminul Muhaiminul-'aAzeezul Jabbaarul-Mutakabbir; Subhaanal laahi 'Ammaa yushrikoon Huwal Laahul Khaaliqul Baari 'ul Musawwir; lahul Asmaaa'ul Husnaa; yusabbihu lahoo maa fis samaawaati wal ardi wa Huwal 'Azeezul Hakeem He is Allah, than Whom there is La ilaha illa Huwa (none has the right to be worshipped but He) the All-Knower of the unseen and the seen (...

আব্বু-আম্মুর প্রতি সন্তানের হক।

Image
এই পৃথিবীতে পিতা-মাতা আমাদের সবচেয়ে আপনজন। যাদের মাধ্যেমে আমরা এই পৃথিবীর আলো দেখতে পেরেছি। তাই আল্লাহর বিধান মতে তাদের প্রতি সদাচারণ করা অত্যাবশ্যক। হাদিসে বর্ণিত আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তবে এই কথাটি আমরা অনেকেই ভুলে যায়। যার ফলে বৃদ্ধ বয়সে অনেকেই বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাই সন্তানের উপর বাবা মায়ের সর্বমোট ১৪টি হকের কথা মুসলমান সন্তান হিসেবে এখনই জেনে নিন। পিতামাতার অধিকারের ব্যাপারে আল কুরআনের অনেক অংশে বলা হয়েছে। সৃষ্টিজগতে সন্তানের প্রতি সর্বাধিক অনুগ্রহ প্রদর্শনকারী ব্যক্তি হচ্ছেন পিতামাতা। পিতামাতাই সন্তানের সর্বাধিক আপনজন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে বলেন­, “আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণ করার আদেশ দান করেছি, তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছেন এবং অতিকষ্টে তাকে প্রসব করেছেন।” (সূরা আহকাফ, ১৪) আল্লাহ তায়ালা অন্যত্র ইরশাদ করছেন, আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। [লুকমানঃ১৪] ★ পিতা মাতার প্রতি জীবিত অবস্থায় সন্তানের ৭ টি হক: ...

সালাম দেয়ার গুরুত্ব ও ফজিলত।

Image
সালাম আরবী শব্দ। এর অর্থ শান্তি, প্রশান্তি, কল্যাণ, দোয়া, আরাম, আনন্দ ইত্যাদি। সালাম একটি সম্মানজনক অভ্যর্থনামূলক ইসলামী অভিবাদন। আল্লাহ তা’য়ালা সর্বপ্রথম আদম (আ) কে সালামের শিক্ষা দেন। হজরত আদম (আ) কে সৃষ্টি করার পর আল্লাহ তা’য়ালা তাকে ফেরেশতাদের সালাম দেওয়ার নির্দেশ দেন। তিনি সালাম দিলে ফেরেশতারাও এর উত্তর দেন। আসসালামু আলাইকুম। এর অর্থ হলো আপনার ওপর শান্তি বর্ষিত হোক। সালামের মাধ্যমে পরস্পরের জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয়। কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে কথা বলার আগে সালাম দেওয়া নবীজি  সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ। আর এর উত্তর দেওয়া অবশ্যক। হাদিসে রয়েছে, একজন মুসলমানের সঙ্গে অপর মুসলমানের দেখা হলে কথা বার্তার আগে সালাম দেয়ার। সালামের ফজিলত অনেক। প্রথমত সালাম দেওয়া ও সালামের উত্তরে ওয়ালাইকুমুস সালাম বলা সুন্নত। হযরত আবু দারদা (রাযীঃ) হইতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ ﷺ এরশাদ করিয়াছেন, তোমরা সালামের খুব প্রচলন ঘটাও। তাহা হইলে তোমরা উন্নত হইয়া যাইবে। -তাবারানী, মাজমায়ে যাওয়ায়েদ মেশকাতে বর্নিত আছে, একবার এক ব্যক্তি রাসুল  সাল্লাল্লাহু আ...

Ayath-2

Image
হে আমাদের প্রভু! আমরা ঈমান এনেছি। আমাদের নাম সাক্ষীদাতাদের সঙ্গে লেখে নাও। (সূরা মায়েদা- ৮৩) 

নিজের কৃতকর্মের অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনার দোয়া।

Image
হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা! তুমি ব্যতীত কোনো উপাস্য নেই।তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্য মত তোমার নিকট দেওয়া অঙ্গীকারও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে  আশ্রয় প্রার্থনা করছি   ।(বুখারী, মিশকাত  হা/২৩৩৫

কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত লাভের দোয়া।

Image
কঠিন বিপদে সঠিক সিদ্ধান্ত লাভের জন্য হাদিসে পাকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরের সঙ্গে পরামর্শের এবং মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার কাছে সাহায্য চাওয়ার উপদেশ দিয়েছেন। কিন্তু কিছু কিছু সময় মানুষ এমন কঠিন বিপদের সম্মুখীন হয়, যখন পরামর্শের সময় থাকে না। আবার পরামর্শের সময় থাকলেও বিষয়বস্তুর বিবেচনায় পরামর্শ গ্রহণের কোনো সুযোগও থাকে না। সে সময় মহান আল্লাহর সাহায্য ছাড়া বান্দার কোনো কিছুই করার থাকে না। এমন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে মহান আল্লাহর শেখানো ভাষায় তাঁরই সাহায্য কামনা করা জরুরি। কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত লাভে দোয়া করুন এভাবে- رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ উচ্চারণ : ‘রাব্বানাফতাহ্ বাইনানা ওয়া বায়না ক্বামিনা বিলহাক্কি ওয়া আংতা খায়রুল ফাতিহিন।’ (সূরা: আরাফ, আয়াত: ৮৯) অর্থ : ‘হে আল্লাহ! আমাদের এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে যথাযথ ফয়সালা করে দিন। আর আপনি শ্রেষ্ঠ ফয়সালাকারী।’ কোনো বান্দা যখন আল্লাহর শেখানো ভাষায় একান্ত আপন মনে সাহায্য প্রার্থনা করে, তখন বিপদ যত কঠিনই হোক না কেন, মহান আ...

নফসের মন্দ হতে আশ্রয় চাওয়ার দোয়া।

Image
اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش العظيم , ما شاء الله كان وما لم يشأ لم يكن , ولا حول ولا قوة الا بالله العلي العظيم , اعلم ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شىء علما , اللهم اني اعوذ بك من شر نفسي ومن شر كل دابة ربي آخذ ناصيتها , ان ربي على صراط مستقيم উচ্চারণঃঃ-  আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আ'লাইকা তাওয়াক্কালতু ও আনতা রাব্বুল আ'রশিল আজিম, মা-শা-আল্লাহু কামা ওয়ামা লাম ইয়াশা' লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুও'ওয়াতা ইল্লা বিল্লাহিল আলিঈল আজিম, আ'আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাই ইন ক্বাদির ও আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাই ইন ই'লমা, আল্লাহুম্মা ইন্নি আ'আউজুবিকা মিন শাররি নাফসি ওয়ামিন শাররি কুল্লি দাব্বাহ্‌; রাব্বি আখিজুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি'আলা সিরাতিম্‌ মুস্তাকিম। অর্থঃ- হে আল্লাহ্‌ ! আপনি আমার প্রভু, আপনি ব্যতীত অন্য কোনো ইলাহ্‌ নাই, আপনার উপর ভরসা করলাম, আপনি সম্মানিত আরশের মালিক। আল্লাহ্‌ তা'আলার শক্তি ও সামর্থ্য ব্যতীত অন্য কোনো শক্তি বা সামর্থ নাই, আল্লাহ্‌ তাআ'লা যা ইচ্ছা কর...

Ayath | 1

Image
ذَٰلِكَ أَمْرُ اللَّهِ أَنزَلَهُ إِلَيْكُمْ ۚ وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا  (আত ত্বালাক - ৫) অর্থঃ- এটা আল্লাহর নির্দেশ, যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পাপ মোচন করেন এবং তাকে মহাপুরস্কার দেন। আল্লাহ তায়ালা যেন আমাদের প্রত্যেককে উপরোক্ত আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। (আমিন)

Hadis | 10

Image
উম্মু হানি (রা) রাসূল (ﷺ) এর নিকট এসে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি বৃদ্ধ ও দুর্বল হয়ে গিয়েছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারবো। তিনি বলেনঃ " তুমি ১০০ বার "সুব'হা-নাল্লাহ" বলবে তাহলে ১০০টি ক্রীতদাস মুক্ত করার সমপরিমাণ সাওয়াব তুমি পাবে। তুমি ১০০ বার "আল হামদু লিল্লাহ" বলবে, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য ১০০ টি সাজানো ঘোড়ায় মুজাহিদ প্রেরণের সমপরিমাণ সাওয়াব পাবে। তুমি ১০০ বার "আল্লাহু আকবার" বলবে, তাহলে ১০০টি মাকবুল উট কুরবানির সমপরিমাণ সাওয়াব তুমি পাবে।তুমি ১০০ বার "লা-ইলাহা ইল্লাহ" বলবে, তাহলে তোমার সাওয়াবে আসমান ও জমীন পূর্ণ হয়ে যাবে এবং তোমার কোন পাপই বাকি থাকবেনা.. মুসনাদে আহমাদ ৬/৩৪৪, সুনানু ইবনু মাজাহ ২/১২৫২,নং ৩৮১০, নাসাঈ, কুবরা ৬/২১১, মুসতাদারাক হাকিম ১/৬৯৫, মাজমাউয যাওয়াইদ ১০/৯২; আলবানী সহীহাহ ৩/৩০২,৩৯০,নং ১৩১৬।