Posts

Showing posts from February, 2019

দুঃসংবাদ শুনলে যেই দোয়া পরিতে হয়।

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।" আমরাতো আল্লাহরই এবং নিশ্চিতভাবে আমরা তাঁর নিকট প্রত্যাবর্তনকারী। (সূরা বাকারা, আয়াত : ১৫৬) হযরত আবু মুসা আসআরী (রাযিঃ) বর্ননা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যখন কাহারো শিশু সন্তান মারা যায় তখন আল্লাহ তায়ালা ফেরেশতাদিগকে জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দার সন্তানকে লইয়া আসিয়াছ? তাহারা আরজ করেন, জি হ্যাঁ। আল্লাহ তায়ালা জিজ্ঞাসা করেন, আমার বান্দা ইহার উপর কি বলিয়াছে? তাহারা আরজ করেন, আপনার প্রশংসা করিয়াছে এবং إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ পড়িয়াছে। আল্লাহ তায়ালা ফেরেশতাদিগকে হুকুম করেন যে, আমার বান্দার নিকট জান্নাতে একটা ঘর তৈয়ার কর এবং উহার নাম 'বাইতুল হামদ' অর্থাৎ প্রশংসার ঘর রাখ। (তিরমিজী)

কোনো সমস্যার সম্মুখীন হলে এই দোয়া পড়িবে।

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহ্‌মাতিকা আস্তাগিস। হে চিরঞ্জীব! হে সকল বস্তুর ধারক! আমি আপনারই রহমতের প্রার্থনা করছি। ( তিরমিযী হাঃ ৩৫২৪)

কারো থেকে অত্যাচারের আশংকা হলে এই দোয়া পড়বে

اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ' وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ. আল্লহুম্মা ইন্না নাজ আলুকা ফি নুহুরিহিম ওয়ানাউজুবিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ! আমি আপনাকে এদের মুকাবেলায় (নিজের) ঢাল বানিয়েছি এবং তাদের অনিষ্ট হতে আপনার আশ্রয় গ্রহণ করছি। (আবু দাউদ ১ : ২১৫, আস্‌ সুনানুল কুবরা নাসাঈ ৬ : ১৫৪)

গুরু দায়িত্বভার থেকে মুক্তির দোয়া।

رَبَّـنَـا  وَلاَ  تُـحَـمِّـلْـنَـا  مَـا  لاَ  طَـاقَـةَ  لَـنَـا  بِـه.  وَاعْـفُ  عَـنَّـا  وقفه  وَاغًـفِـرْلَـنَـا  وقفه  وَارْحَـمْـنَـا  وقفه  اَنْـتَ  مَـوْلَـنَـا  فَـانْـصُـرْنَـا  عَـلَـى  الْـقَـوْمِ  الْـكـفَـرِيْـنَ রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা- মা-লা- ত্বা-ক্বাতা লানা- বিহ, ওয়া’ফু 'আন্না- ওয়াগ্‌ফির লানা- ওয়ারহামনা আন্তা মাওলা-না ফানসুরনা 'আলাল ক্বাওমিল কা-ফিরীন। হে আমাদের প্রতিপালক! এমন ভার আমাদের ওপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপমোচন কর, আমাদের ক্ষমা কর। আমাদের প্রতি রহমত নাযিল কর, তুমি আমাদের অভিভাবক-আশ্রয়দাতা। কাফিরদের প্রতিকূলে তুমি আমাদের সাহায্য কর। (সূরা বাকারা, আয়াত : ২৮৬)

কাহারো খারাপ কাজ দেখিয়া নিরবে এই দুয়া পড়বেন।

الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا আল-হামদুলিল্লাহিল্লাজী আফানি মিম-মাব-তা-লাকা বিহ, ওয়া ফাদ-দালা নি আলা কাথি-রিন মিম-মান খালাকা তাফ-দিলা। সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি আমাকে সেই অবস্থা হইতে রক্ষা করিয়াছেন যাহাতে তোমাকে লিপ্ত করিয়াছেন এবং তিনি আমাকে তাহার অনেক মাখলুক হইতে সম্মান দান করিয়াছেন। তিরমিজী #৩৪৩১,৩৪৩২; ঈবনে মাজাহ #৩৮৯২; হযরত ওমর (রাযিঃ) হইতে বর্নিত আছে যে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোন বিপদগ্রস্থকে দেখিয়া এই দু'আ পড়িয়া লয়-- "الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا" উক্ত দু'আ পাঠকারী সারাজীবন সেই বিপদ হইতে নিরাপদ থাকিবে, চাই সে বিপদ যেমন-ই হউক না কেন। অর্থঃ সমস্ত প্রশংসা আল্লহ তা'আলার জন্য যিনি আমাকে সেই অবস্থা হইতে রক্ষা করিয়াছেন যাহাতে তোমাকে লিপ্ত করিয়াছেন, এবং তিনি আমাকে তাহার অনেক মাখলুকের উপর সম্মান দান করিয়াছেন। (তিরমিযী) ফায়দাঃ হযরত...