সন্তানের প্রতি বাবার চিঠি - Manjur Kader Khan
সন্তানের উদ্দেশ্যে এক বাবার লেখা অসাধারণ এক চিঠি। আমার মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন। প্রিয় সন্তান....., আমি তোমাকে তিনটি কারণে এই চিঠিটি লিখছি... প্রথমত জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে। দ্বিতীয়ত আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না। তৃতীয়ত যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা, এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে। জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো: ১। যাঁরা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখো না। কারণ, তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যাঁরা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপে নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো, তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কালকেই হয়ত তার প্রয়োজন ফুরিয়ে যাবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো...