Posts

Showing posts from August, 2021

সন্তানের প্রতি বাবার চিঠি - Manjur Kader Khan

Image
সন্তানের উদ্দেশ্যে এক বাবার লেখা অসাধারণ এক চিঠি। আমার মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন। প্রিয় সন্তান....., আমি তোমাকে তিনটি কারণে এই চিঠিটি লিখছি... প্রথমত জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে। দ্বিতীয়ত আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না। তৃতীয়ত যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা, এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে। জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো: ১। যাঁরা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখো না। কারণ, তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যাঁরা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপে নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো, তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কালকেই হয়ত তার প্রয়োজন ফুরিয়ে যাবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো...

ফাও আলাপ

Image
বিয়ে-শাদির অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন নানান ভঙ্গিতে ছবি তুলতে থাকে, আমি তখন একটু দূরে বসে তাকিয়ে থাকি।  বর-কনে হাসোজ্জল মুখে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলে!  আমি তাদের সুন্দর হাসির দিকে তাকিয়ে থাকি! কতো ভাবনায় হারিয়ে যাই!  আমার মনে হয়, আহারে! এই সুন্দর হাসোজ্জল মেয়েটা আজকের এই দিনে বর হিসেবে অন্য কাউকে চেয়েছিলো হয়তো! এই যে শেরওয়ানি পরা ছেলেটারও স্বপ্ন ছিল তার পছন্দের সেই মানুষটার সাথে তার বিয়েটা হোক!  হয়তো ছেলেটার চাকুরী পেতে দেরি হওয়ায় তার সেই পছন্দের মানুষটা অন্য কারো হয়ে গেছে! এসব নানান ভাবনা আমার মাথায় ঘুরঘুর করে!  আমি সমাধানের পথ খুঁজি!  আমার মাথায় ভাবনা আসে,আসলে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন!  এই ছেলেটার সাথে এই মেয়েটার তাকদির লেখা ছিলো বলেই তাদের বিয়েটা হয়েছে! তারা যদি আপন রবের ফায়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, তাহলে তাদের আগামীর দিনগুলো অনেক সুন্দর হবে!  বস্তুত রবের ফায়সালা মেনে নেওয়ার মধ্যেই রয়েছে কল্যাণ ও কামিয়াবি! ~আদনান Our Another blog ↓ Megh Piyeoon